আমাদের কথা খুঁজে নিন

   

শীত আসছে: ভেজলিনের ব্যবসা বাড়বে আর বাড়বে যুদ্ধাপরাধীদরে বিচারের হু.......



মাস দুয়েক পরেই বছর ঘুরে আবার আসছে শীতকাল। ইতিমধ্যে ভোরের দিকে শীতের একটু একটু আমেজ পাওয়া যাচ্ছে। অবশ্য ঢাকায় এটা বুঝতে আরো কিছু দিন লাগবে। এই শীতের সঙ্গে অামাদের দেশের ভেজলিনের ব্যবসা যেমন জমজমাট হয় তেমনি হয় যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের গালভরা বুলির ফুলঝুড়ি ছোটে। মজার ব্যপার হলো ঠোটে মাখার এই ভেজলিনের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টির দারুণ মিল রয়েছে।

যেমন পুরো শীতে প্রতিদিন ভেজলিন মাখার মাধ্যমে ঠোটের রুক্ষতা দূর করতে সবাই পদক্ষেপ নেয়। ঠিক তেমনি গত ৩৮ বছরে প্রতিটি সরকারই শীতের সময়টা সোচ্চার (যদিও হুংকার নং শেষং) হয়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৪টি দিবস মুক্তিযুদ্ধের স্মরণীয় দিন হওয়ায় দেশবাসী শ্রদ্ধা জানায় হবে। আর এই দিনগুলোতে নিজেদের সত্যিকার মুক্তিযুদ্ধের পতাকাবাহী হিসেবে তুলে ধরার চলে প্রতিযোগিতা। কিন্তু ফি বছর শীতের মতেই আস্তে আস্তে হারিয়ে যায় যুদ্ধাপরাধীদের বিচারের সরকার বাহাদুরদের তর্জন গর্জন।

আর এটা নিয়ে যুদ্ধাপরাধীরাও থাকে নিশ্চিন্তে কারণ তারা জানে , ঐ যে " পাছে লোকে কিছু বলে......তাতে কিছু যায় আসে না.....কোন মতে বছরের ৪টা মাস কাটিয়ে দিলেই হলো.........." এই শীতেও ভেজলিনের ব্যবসা ভাল চলবে আর চলবে যুদ্ধাপরাধীদের বিচারে শপথ নেয়া দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ঘটা করে ফুলেল শ্রদ্ধা জানানোর প্রতিযোগিতা! এর বাইবে কিছু হবে না এবারও মনে হচ্ছে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।