আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ‘এইচআইভি’ ভাইরাসে আক্রান্ত ৯১ জনের মৃত্যু



সিলেটে ‘এইচআইভি’ ভাইরাসে আক্রান্ত ৯১ জনের মৃত্যু সিলেট এইচআইভি/এইডস’র জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিচ্ছেন আরো ২৮২ জন। মঙ্গলবার সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত দু’দিনের এই কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর।

তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি আল আজাদ। কর্মশালায় এইটচআইভি এইডস প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে আলোচনা করেন, সিলেটের সিভিল সার্জন ডা. এম ফয়েজ আহমদ, ইউএনএফপিএ- এর প্রোগ্রাম অফিসার শাম্মীন সুলতানা ও ডা. মারগুব আরেফ জাহাঙ্গীর। কর্মশালায় জানানো হয়, এইচআইভি/এইডস এর জন্য সিলেট তথা বাংলাদেশ ঝুকির মধ্যে রয়েছে। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সরকারিভাবে সাত হাজার এবং বেসরকারিভাবে ১৪ হাজার ৯৫ জন।

কর্মশালায় আরো জানানো হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে প্রথম ভারত ও পরে মিয়ানমারের অবস্থান। এ অবস্থায় গণ-সচেতনা বৃদ্ধির জন্য আরও বলিষ্ট ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয় কর্মশালায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।