আমাদের কথা খুঁজে নিন

   

এক্সেলে ড্রপডাউন লিস্ট কিভাবে বানাবেন

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
মাইক্রোসফট এক্সেল আপনি ইচ্ছা করলে ড্রপ ডাউন লিস্ট বানাতে পারেন। ক্যামনে????? ১. প্রথমে মাইক্রোসফট এক্সেল খুলুন। ২. ওয়ার্কসিটের যে কোন সেল-এ লিখুন Code No. 3.পাশের সেলটি সিলেক্ট করুন। এই সেলে আমরা ড্রপডাউন লিস্ট তৈরী করবো।

৪. ড্রপডাইন লিস্ট তৈরী করার জন্য প্রথমে মেনু বারের, Data তারপরValidation-এ যান ৫. একটা উইনডো আসবে নিচের মতো ৬. এইখানে Allow-এর নিচে পপআপ মেনু নামিয়ে List সিলেক্ট করুন। ৭.Source -এ আপনি আপনার কমা দিয়ে ভেলুগুলো লিখুন, যা ড্রপডাউন বক্স-এ আপনি দেখতে চান। ৮. Ignore Blank চেক বক্সটি আনচেক করে, ওকে করুন ৯. দেখুন আপনার সিলেক্ট করা সেলে একটি ড্রপডাউন বক্স তৈরী হয়েছে। বি: দ্র: রিসেন্টলী এই জিনিস টা শিখছি। উৎস ইন্টারনেট।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।