আমাদের কথা খুঁজে নিন

   

ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টিতে এবার বিনোদনের বিশেষ ব্যবস্থা !!

দিগন্ত

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই মৌসুমে কোনো স্পন্সর ছিল না। বিসিবির টাকাতেই হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার মৌসুম শুরুর আগেই স্পন্সর পেয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে স্পন্সর হয়েছে পারটেক্স বেভারেজের এনার্জি ড্রিংকস বিগবস। টুর্নামেন্টর নামও হচ্ছে বিগবস টি-টোয়েন্টি ২০০৯।

খেলার আয়োজনটাও হচ্ছে জাঁকজমপূর্ণ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিসিডিএম সভাপতি জিএস হাসান চৌধুরী তামিম জানান, খেলাকে উৎসবমুখর করে তুলতে নানা বিনোদনের ব্যবস্থা থাকছে। কনসার্ট, চীয়ার গার্লসদের নৃত্য মুখর করে তুলবে স্টেডিয়াম। ফাইনাল খেলায় তো আতশবাজি পোড়ানো হবেই। দর্শকদের বিনোদনের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।

ঘরোয়া ক্রিকেটের প্রতি দর্শক আগ্রহ বাড়াতে এই প্রথম দিবারাত্রির ম্যাচও রাখা হয়েছে। মোট ৩৪টি ম্যাচের মধ্যে গুরুত্ব বিবেচনায় সাতটি ম্যাচ হবে দিবারাত্রির। বেসরকারি চ্যানেল দেশ টিভি খেলা দেখানোরও উদ্যোগ নিয়েছে বলে জানান তামিম। ফাইনাল এবং সেমিফাইনালসহ সাতটি ম্যাচ সরাসরি স¤প্রচার করবে তারা। মোট ২৮ লাখ ৬০ হাজার টাকা বাজেট ধরা হয়েছে শুধুমাত্র টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য।

স্পন্সর পারটেক্স বেভারেজ দেবে ২০ লাখ টাকা। বাকি টাকা খরচ করা হবে সিসিডিএম এর তহবিল থেকে। বিনোদন ব্যয় বাদে ম্যাচ আয়োজন, ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা, দ্রুত অর্ধশতক, সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বাধিক ছক্কার অধিকারি ক্রিকেটারদের জন্য নগদ অর্থপুরস্কারও থাকছে। সর্বাধিক রান যিনি তুলবেন তাকে দেয়া হবে ১ লাখ ২০ হাজার টাকা। বাকি পুরস্কারগুলোর প্রতিটিতেই দেয়া হবে ১ লাখ টাকা করে।

বুধবার থেকে শুরু হচ্ছে ১২ দলের টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মোট পঁাঁচটি ম্যাচ হবে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান মোকাবেলা করবে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের। বিকেল সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে কলাবাগান ক্রীড়া চক্রের। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টের সফল আয়োজনের ওপরই নির্ভার করছে স্পন্সর ধরে রাখার বিষয়টি।

পারটেক্স বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ বলেন,"এবারের টুর্নামেন্ট সফল হলে আমরা আরো দুই মেয়াদে স্পন্সর হতে রাজি আছি। " সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার টিটো ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.