আমাদের কথা খুঁজে নিন

   

ওই যে, ওটা "লাল সূর্য"!!!!!



বাংলাদেশের শুরু হয়েছিল বাংলা মায়ের কিছু খ্যাপাটে ছেলে-মেয়ের জন্য। যারা বন্ধুর বাঁধন, মায়ের মায়া, প্রেমিকার টান সব কিছু ভুলে দেশকে শত্রু মুক্ত করেছিল। পেটে খাবার ছিল না, রাতে ঘুম ছিল না, প্রখর রোধে পুরে দেশর মাটিকে ছায়া-শীতল করে রেখেছিল। তাঁদের দিয়েই সূচনা হয়েছিল এক দেশ "বাংলাদেশ"। এই খ্যাপাটে তরুণ তরুণীর জন্য বাংলাদেশ আজো বাংলাদেশ হয়ে আছে।

দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দারিদ্র্যের নিচে গড়ে উঠছে আরেক নতুন বাংলাদেশ। একদল তরুণ মন কাজ করে যাচ্ছে নিরন্তর। প্রতি মুহূর্তে দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে যাচ্ছে। রাত-দিন কম্পিউটারের সামনে বসে থাকে। সবার চোখে থাকে ভবিষ্যতের নতুন সূর্যকে ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয়।

এরাও কাজ করে যাচ্ছে বাংলা মায়ের খ্যাপাটে ছেলে-মেয়ের মত। এই সব তরুণকে মনে হয় কোন ভাবেই আটকিয়ে রাখা যাবে না। এই দেশের ইন্টারনেট সংযোগের গতি শেষ দিক দিয়ে ৮ম!!!!! কিন্তু এদেশের সুনাম, শুরুর দিক দিয়ে ৩য়!!!!! সুধী জনেরা কি একবারও ভেবে দেখেছেন? এই তরুণ-তরুণীরা কাজ করে যাচ্ছে সবার অগোচরে। এদেরকে কেউ টেনে রাখতে পারে না। মায়ের মায়া, বন্ধুর বাঁধন, প্রেমিক-প্রেমিকার টান।

সব কিছুকে জয় করে তারা এক নতুন দেশ গড়ে যাচ্ছে। অভিবাদন হে যোদ্ধারা, তোমরা পারবেই। তোমাদের মুখে আমি কোন দিন না শুনিনি। দরকার নেই কারো বোঝার তোমরা কি করে যাচ্ছ। সূর্য যখন পূব আকাশে উঠবে তখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না, ওই যে, ওটা "লাল সূর্য"!!!!! এইখানে ফ্রিলাঞ্চারদের কথা বলা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।