আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে করুন এবার বাজার ঈদের বাজার ও করতে পাবেন

ভাল লাগার ও না লাগার কিছু কথা

এখন প্রযুক্তির যুগ। বাংলাদেশ ও এর সাথে পাল্লা দিয়ে চলছে। আমি আজ আপনাদের কিছু ওয়েব সাইট নাম বলবো যা থেকে আপনারা সকল প্রকার বাজার করতে পারবেন। অনলাইনে বাজার চ্যানেল আই শপের পাওয়া যাচ্ছে ঈদের পন্য আর এর পাশাপাশি ইফতারের বিভিন্ন পন্য বিক্রি হচ্ছে। আবার এটিএন এ-শপে ঈদের পোশাকের, পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারি খাবার।

ওয়েব পোর্টাল বাংলাদেশ ইনফতে কেনা বেচার বিভাগের বিভাগের বিভাগ ওয়ারিওয়েব বাংলাদেশ ডট কমে রয়েছে কেনাকাটার বিশাল সম্ভার। এ বাজারে শিশুদের পন্য , ঈদের ফ্যাশানসহ নানা পন্য পাবেন। বিভিন্ন পন্য বিক্রি হছে। এসবের মধ্যে গাড়ি , ফ্ল্যাট, বিনোদন পন্য, বইসহ রয়েছে আর নানা পন্য। আবার ঈদ কে সামনে রেখে বিভিন্ন ছাড় ও উপহারের সুবিধা দিচ্ছে অনলাইন বাজার হাটবাজার ।

প্রবাসিরা নিজের পছন্দ মত পন্য কিনে প্রিয়জনকে পাঠাতে পারবেন । আরেকটি অনলাইন বাজার হচ্ছে কিল্কি বিডি । এখানে ও প্রয়োজনীয় সব ধরনের পন্য পাওয়া যাবে। এ সারা আর অনেক অনলাইন বাজার রয়েছে যেমন , ডিজিটাল মার্কেট বিডি ডট কম , বাংলাবাজার ডট কম , বাংলাদেশের মার্কেট প্লেস ইত্যাদি। এসব অনলাইন বাজারে খাবারসামাগ্রী এর পাশাপাশি শিশু , ছেছে ও মেয়ে দের আলাদা আলাদা বিভাগে রয়েছে নানান পন্য।

............................................................................................. টাকা পরিশোধ পদ্ধতি : প্রবাসীরা সাধারনত ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমান টাকা পরিশোধ করে থাকেন । এ ছাড়া কিছু সাইটে রয়েছে ভিন্ন ব্যবশ্তা। এসব সাইট এ মূলত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ তা করা হয়ে থাকে । এরপর কেনাকাটা র কাজটুকু ক্রেতা-বিক্রেতা নিজেরা করে থকে। তবে আ ক্ষেত্রে সাইট কর্তপক্ষকেও নির্দিষ্ট পরিমান ফি পরিশোধ করতে হয়।

http://khobor24.co.cc

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।