আমাদের কথা খুঁজে নিন

   

জীবন মানে হাস্যকর বিষয়

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

জীবন মানে হাস্যকর বিষয়। আমার মত। নিদান্তই আমার মত। কেউ উড়ে এসে তর্কে জড়াবেন না।

তাহলে বলতে পারেন ব্লগে লিখলেন কেন? সে প্রশ্নের জবাব অন্যদিন দিব। মৃত্যু হলো চরম হাস্যকর বিষয়। জন্ম-মৃত্যু = মহাহাস্যকর বিষয়। সবই অকারণ। অনার্থক।

তারপরও ছুটে চলা অসীম শূণ্যতার মাঝে। শুধু একটু ভালোবাসার টানে। এক পর্যায়ে তা-ও হাস্যকর হয়ে দাঁড়ায়! তাই হুমায়ুন আজাদ বলতেন_পৃথিবীর কোনো কিছুই পবিত্র নয়, আবার কোনো কিছুই অপবিত্র নয়। কোনো কিছুরই শুরু শেষ কেউ জানে না। তাহলে মানে দাড়ালো----- মহাহাস্যকর।

আমার হ্যা এবং না এর উপর মহা না এর অবস্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.