আমাদের কথা খুঁজে নিন

   

গান ।। কে কে আসছে ঘরে

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

কে কে আসছে ঘরে বলো কে কে আসছে ঘরে আর কে কে আসছে ঘরে? অজানা টজানা আসছে— দুইজন দুইজন আসছে— বুদ্ধিজীবী একজন আসছে — স্ত্রীকে সঙ্গে করে— কবি আসছে একজন; আর ছবি আঁকে একজন একলা; নারী-নই-আমিও-মানুষ আসছে একজন অতঃ পরে— ঘরটি আলো করে। আর কে কে আসছে ঘরে? আর কে কে আসছে ঘরে? কুকুর ও ঠাকুর আসছে একটি একটি করে লেজটি বাঁকা করে হাতে গীতবিতান ধরে ওরে আমার ভাঙা ঘরে। আমার ছোট ছোট ঘরে কত বড় বড় হাতিদের বড় বড় পারা তাই আমি আত্মহারা... তাই আমি নাই আমি নাই আমার ছোট্ট ঘরে। অন্যে বসত করে। আর আমিই বেড়াতে আসছি আমার একলা ঘরে। তাই ঘরটি কেমন করে। মন, মন যে কেমন করে এই ছোট ছোট লোকেদের ছোট ছোট ঘরে ছোট ছোট মন তারও মন যে কেমন করে! মন, মন যে কেমন করে!! ঢাকা ৬/১০/৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।