আমাদের কথা খুঁজে নিন

   

চারটি দিনের এই জীবনে দীপ জ্বালালে তুমি

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

চারটি দিনের এই জীবনে দীপ জ্বালালে তুমি একটু খানি মিষ্টি হেসে একটু খানি কাছে এসে একটু খানি ভালোবেসে ফুলের কানন করতে গেলে ঊষর মরুভুমি দুই আঁখিতে স্বপ্ন ভরে সুখ-আশাতে মগ্ন করে ঘর বানিয়ে বালুচরে চারটি দিনের এই জীবনে দীপ জ্বালালে তুমি যখন তোমার সময় এলো সব চাহিদা ফুরিয়ে গেলো জীবন করে এলোমেলো রাজমহলে চললে নিজে সুখ-বিতানের আশে যে তোমাকে সবটি দিয়ে একুল ওকুল সব হারিয়ে কাটায় জীবন স্মৃতি নিয়ে মনের কোনে তোমার কভু তার ছবি কি ভাসে জীবন তীরে আছড়ে পড়ে কোন বেদনার ঢেউ তুমি জানো আমি জানি আর জানেনা কেউ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।