আমাদের কথা খুঁজে নিন

   

এখন সে তার আমলের মুখোমুখি হয়ে গিয়েছে...........সুতরাং এবার থামুন আপনারা

তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে। গতকাল রাতে প্রথমেই মাছরাঙ্গা টিভিতে লেখাটি স্ক্রল হয়ে আসতে থাকে "মিরপুরে ব্লগার খুন। " তার একটু আগে জামাত শিবির শুধু কক্সবাজারে ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয়, তাদের দলের ৪ জন সহকর্মী নিহত হওয়ার ঘটনায়। কিন্তু শাহবাগের আন্দোলনের ব্লগাররা তাদের আন্দোলনের নতুন সময়সূচী ঘোষণা করার ফলে জামাত-শিবির অনেকটা সাহসী হয়েই তাদের হরতাল সারাদেশব্যপী করার ঘোষনা দেয়।

যদিও শাহবাগের আন্দোলনের ব্যপারে এখন অনেক গুজব ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরও আমি চাচ্ছিলাম আন্দোলনটি আরেকটু দীর্ঘায়িত হোক। তা না হলে জামাতকে ঠেকানো যাবে না। এখানেই শেষ নয়। রাত্র ৯টা বেজে গিয়েছে। আমি উদ্বিগ্ন হয়ে শুধু রিমোট টিপছি।

ব্লগাররা তাদের সময়সূচী পরিবর্তন করেন কিনা সেটা দেখার জন্য। অবশেষে রাত্র দশটার খবরে প্রকাশ হলো আমাদের একজন ব্লগারের নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলন পূর্বের মতোই চলবে। আশ্বস্ত হলাম। রাত্রে ঘুমালাম। কিন্তু সকাল থেকেই উদ্বিগ্ন ছিলাম কে এই ব্লগার এবং কেন তাকে খুন হতে হলো? আমি জানতাম এটা পর্যাপ্ত পরিমানে রহস্য ঘেরা হত্যাকান্ড হবে হয়তো।

যেহেতু বাসায় নেট কানেকশন নেই তাই দুপুরে জানতে পারলাম নিহত ব্লগার এর পরিচয় এবং তিনি একজন নাস্তিক। দুপুর থেকে এখন পর্যন্ত শুধু পড়ছি আর পড়ছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি............. (আমি যতটুকু জানি) আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী, মানুষ মারা যাওয়ার পর সে তার আমলের মুখোমুখি হয়ে যায়। সুতরাং মৃত ব্যক্তি সম্পর্কে খারপ কিছু বলা নিষেধ । তবে হ্যাঁ ভালো কিছু থাকলে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।

তার লেখা পড়ে আপনাদের মতো আমিও আহত হযেছি। আপনাদের কল্যানে আমিসহ অন্যান্য সবাই জানতে পেরেছে সে কোন ধরনের বিশ্বাসে বিশ্বাসী ছিল। এখন তার জানাযা যদি কেউ পড়ে বা পড়তে চায় সেটা যার যার ব্যক্তিগত উপলব্ধি। এখানে কি ইসলাম বাধা দেয়ার অধিকার কাউকে দিয়েছে? আর যদি বাধা দেয়ার অধিকার দিয়েই থাকে, তবে উগ্র ভাষায় কেন? এর অধিকার কি ইসলাম আপনাদেরকে দিয়েছে? আর যারা নিহত ব্লগারের পক্ষ হয়ে কথা বলছেন, তাদেরও ভাবা উচিৎ নিহত ব্লগার তার ব্লগিং এর মাধ্যমে মানুষের সবচেয়ে সফট কর্ণার ধর্মের উপর আঘাত করেছে। সুতরাং কেউ যদি একটু উগ্র হয়েই যায়, তাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে।

তাই নয় কি? আর একটি ব্লগার, কি জানি এর নাম ফারাবি না কি......এই ছেলেটা ইসলাম ধর্মের যে সৌন্দর্য তাকে কলুষিত করছে অনবরত। সে ইসলামের নামে উগ্র পথ বাছাই করেছে। তাকে বলতে চাই অল্প বিদ্যা ভয়ন্করী। জ্ঞান অর্জন করো প্রথমে, তারপর ইসলাম নিয়ে কথা বলতে এসো। নিহত ব্লগারের হত্যার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার চাই।

আর ইসলাম এই ধরনের হত্যাকান্ডকে হারাম ঘোষণা করেছে। আরো অনেক কিছু বলার ছিল। কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সব। তাই আর লিখতে পারলাম না। আশা করি আমার লেখার ষ্টাইল নয় লেখার মর্মার্থ বুঝার চেষ্টা করবেন সবাই।

ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।