আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন জিকরুল আহসান মাইক্রোসফট ভ্যালুয়েবল প্রফেশনালের স্বীকৃতি অর্জনের জন্য।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ওয়েব ডেভেলপিং প্রফেশনাল জিকরুল আহসান সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন প্রদত্ত শীর্ষ স্বীকৃতি মাইক্রোসফট ভ্যালুয়েবল প্রফেশনাল অর্জন করেছেন। এই মুহূর্তে জিকরুল বাংলাদেশে এই সম্মান প্রাপ্ত ৭ম প্রযুক্তিকর্মী। মাইক্রোসফট উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেম ও প্ল্যাটফর্মে কাজের দক্ষতা অনুসারে বেশ কিছু সনদ প্রচলিত রয়েছে। এর মধ্যে রয়েছে এমসিপি (মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল), এমসিএসই (মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার) এমসিএসডি (মাইক্রোসফট সার্টিফায়েড সফটওয়্যার ডেভেলপার)। উল্লিখিত সার্টিফিকেশনের জন্য যে কোনো প্রার্থীকেই পরীক্ষা দিয়ে এ সনদ অর্জন করতে হয়। অপরদিকে এ সনদ কেবল কারিগরি জ্ঞানের স্বীকৃতি নয়, পাশাপাশি একজন কর্মী যখন নিজ দক্ষতা প্রযুক্তিসমাজের উন্নয়নে ব্যবহার করেন, তখুনি কেবল মাইক্রোসফট প্ল্যাটফর্মের একজন প্রযুক্তিকর্মী এ স্বীকৃতির জন্য বিবেচিত হন। উল্লেখ্য, জিকরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এ ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.