আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তবয়স্কদের নিষিদ্ধ ভার্জিন কোলা - ইটস ইওর লাইফ, কালার ইট

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ

১। নতুন একটা ইয়ো ইয়ো বান্ধবী হইছে। তুর্কি। মাত্র অল্প কিছুদিন হইল, সে আগের বয়ফ্রেন্ডের কাছে চরম একটা ছ্যাঁকা খাইছে। আর ছ্যাঁকা খাইবার পরে তার মনে বদ্ধমুল ধারণা হইছে যে, আরাফাতের মত ভালা পোলা এই দুনিয়াতে আর হয় না।

ওই একমাত্র পোলা, যারে পুরা ট্রাস্ট করা যায়। আর আমার মত সুযোগ সন্ধানী পোলা তো এইরকমই বান্ধবী খুঁইজা বেড়ায়। তো তার সেই বিখ্যাত sms টার কথা মনে পইড়া গেল, Hi Arafat….how r u? I want 2 come ur house. R u free? Coz I understand that, u r the only guy to whom I can trust among all of my boy friends. U understand, what I mean? না, আমার মত নাদান পোলা বুজে নাই, অয় আমারে আসলে কি বুজাইতে চায়? তয় এইখানে একটা কথা কইয়া রাখা ভালা যে, আমি ওর একমাত্র বয়ফ্রেন্ড না, হের আরো অনেকগুলি বয়ফ্রেন্ডের মইধ্যে আমি অইন্যতম একজন। হে তারপর থেইকা, প্রতি রাইতে আমারে ফোন দিয়া ফুসুর-ফাসুর করে। বাড়িত আইসা মুভি দেখে।

আমার লগে এইদিক-সেইদিক ঘুরবার চায়। তো ফার্স্ট যেইদিন সে আমার বাড়িত আইছিল, সেই দিন তারে দেশী কায়দায় আপ্যায়ণ করছিলাম। যেইটা ওরে কইতে চাইছিলাম, সেইটা হইল, “আসেন, আসেন, গড়িবের ঘরে হাতির পাড়া পড়ছে...হে হে হে” তয়, ইংলিশে এইডা কইতে যাইয়া একটু বেড়াছেড়া কইরা ফেলছিলাম। ওরে কইছিলাম, “come, come, in the poor man house, step of a big elephant…he he he” এইটা শুইনা অয় আমারে কয়ছিল, “Hey Arafat, I am not that kind of fat, not like an elephant. I am beautiful Arafat. May be, since you are thin, that’s why you are saying so. I will make you healthy and happy darling.” ওরে বাপরে। আমি ওইদিন কেন জানি খুব ভয় খাইয়া গেসিলাম।

২। পরে একদিন ওরে কইছিলাম, “আইচ্ছা তুই যে মাইয়া হইয়া এতগুলা পোলার লগে ঘুরতেছস, তো একটা পোলারে তুই তোর পার্মানেন্ট বয়ফ্রেন্ড বানাইয়া ফালা না?” সে এই কথা শুইনা আমার দিকে কেমুন জানি ঢুলু ঢুলু চউক্ষে তাকাইয়া ছিল। তারপরে আমার কান্ধে হাত দিয়া কইছিল, “আমি এরপরে যেই পোলারে বয়ফ্রেন্ড বানামু, তার দুইটা কোয়ালিটিই থাকা লাগব। ” আমি কইছিলাম, “কি কি কোয়ালিটিরে?” সে কয়, “ওই পোলারে ফার্স্টে হ্যান্ডছাম হওয়ন লাগব। আর সেকেন্ডে” সে একটু থাইমা কয় “হেরে দুইদিক দিয়াই লম্বা হওয়ন লাগব।

” এইডা শুইনা তো আমি সেইদিন পুরা থ খাইয়া গেসিলাম। পরে ওরে কইলাম, “আইচ্ছা ওই, তোর আগের বয়ফ্রেন্ড কি দুইদিক দিয়াই লম্বা ছিলনা? এমনিতে তো পোলাটারে আমার কাছে বেশ লম্বাই লাগত। ” এইটা শুইনা সে আমার আরেকটু ঘনিষ্ঠ হইয়া কইছিল, “তুই এইগুলি কি কস আরাফাত? আমারে তোর কি মনে হয়? তুই কি জানস না যে, আমি এখনো ভার্জিন?” আমি যে কি পরিমাণ অবাক হইছিলাম এই কথাডা শুইনা, সেইটা আর কওয়ার মতন ছিলনা। পরে ওরে আমি চামে কইছিলাম, “আইচ্ছা তুই যে নিজেরে এত ভার্জিন ভার্জিন কস...তা সেইটা কোনদিক দিয়া? সামনের দিক দিয়া, নাকি পিছনের দিক দিয়া? সামনের দিক দিয়া তো তোর ভার্জিন হওনের কোন চান্সই নাই, তয় পিছন দিক দিয়া তুই ভার্জিন হইলেও হইতে পারস। ” সে কেমুন জানি ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া ছিল।

তারপরে আমারে ফিসফিস কইরা কইছিল, “আইচ্ছা, এই যে আমি তোর লগে এত ঘুরাঘুরি করি, তোর বাড়িতে আইসা বইসা থাকি, তোর কি আমারে কিছুই করার ইচ্ছা করেনা?” আমি কইছিলাম, “কি করার আবার ইচ্ছা করব রে?” “পোলাগো যেই সব করতে ইচ্ছা করে” সে কয়। আমি কইছিলাম, “চুম্মা-টুম্মা খাওনের ইচ্ছা করে মাঝে মইধ্যে। ” সে কয়, “এতটুকুই?” আমি কইছিলাম, “হ রে, আমরা বাঙ্গালতো। তাই এর বেশি কিছু ইচ্ছা করলেও উপায় নাই। ” যাই হোক, এই কথা কওয়নের পর থেইকা আমাগো ফ্রেন্ডশীপ আরো গাঢ় হইছিল।

৩। এই মাসের আট তারিখে আমার জন্মদিন ছিল। আগের সেই আফ্রিকান ফ্রেন্ডগুলার লগে আর তেমন পুলের ধারে আড্ডা দেওয়ন হইতনা অনেকদিন ধইরাই। জন্মদিন উপলক্ষে রাইতে ওগো লগে আড্ডা দিতাছিলাম। সেই সময় আমার হেই বান্দুবী সবার সামনে আমারে হাগ কইরা ঘোষণা দিছে, “আরাফাত, খালি তুই আমার বেস্ট ফ্রেন্ড, খালি তুই রে।

আমি খালি তোরেই ট্রাস্ট করি রে...খালি তোরেই পুরা স্ট্রাস্ট করি রে...তুই আমার সব............” হ্যাপি বার্থডে টু মি... ... ... জন্মদিনে এর চেয়ে ভালা উপহার, এর আগে আমি কোনবারও পাই নাই। হে হে হে...খিক খিক... পুনশ্চঃ নোটটা আরো বাড়ামু কিনা ভাবতেছি। আর এইডা ইচ্ছা কইরাই কথ্য ভাষাতে লিখছি। আসলে সব কথাগুলা ইংলিশে ছিলো, কিন্তু বেস্ট ফ্রেন্ড্রের লগে কথা কইছি তো, তাই কথাগুলা ইংলিশে কইলেও তুই-তোকারি আপনা আপনি চইলা আসে। আশা করি বিবেচক পাঠকেরা বুজিয়া লইবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.