আমাদের কথা খুঁজে নিন

   

সরি নোবেল কমিটি, একমত হতে পারলাম না

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

আমাদের ড. ইউনূস যখন নোবেল পুরস্কার পাইলেন, তখন বলা হলো তিনি গ্রামীন ব্যাংকের মাধ্যমে অনেক গরীবের দ্রারিদ্র দূর করার জন্য কাজ করছেন। তাতে কি হইল? তাতে নোবেল কমিটির মতে, গরীব মানুষ নিজেদের জীবনে শান্তি আনতে পারে। বেশ ভালো কথা, আমরা মাইনা নিলাম। ড. ইউনূসের গ্রামীন ব্যাংক পুরস্কার পাইল, আর পাইল গ্রামীন ব্যাংকের সদস্যরা। কেন পাইল? তারা লেন নিসে বইলা পুরস্কার পায়নাই, তারা গ্রামীন ব্যংকের মালিক হিসাবে পুরষ্কার পাইছে।

তাতে কি দাড়াইল? যাদের কারণে অন্যেরা শান্তির পক্ষে কাজ করতে পারে তিনিই হইলেন পুরস্কারের জন্য বিবেচিত। বেশ কথা। এইবার দেখলাম নোবেল কমিটি সিস্টেম পাল্টায়া ফালাইসে। ওবামারে শান্তির জন্য কাজ করার সযোগ করে দিল যে দিলদরিয়া লোকটা, তার কোনো পাত্তা নাই। আরে সুইডিস বেকুবরা, জর্জ বুশ পরিস্থিতি তৈয়ার না করলে ওবামা কোন কামডা করতো? ওই ব্যাটাতো হোয়াইট হাউস পর্যন্তই যাইতে পারতো না।

কাজেই নোবেল কমিটির এ দ্বিমুখী নীতির তিব্র প্রতিবাদ জানাই। আর মহান জর্জ ডাব্লিই বুশকে নতুন খেতাবে ভূষিত করার দাবী জানাই। তার নতুন খেতাব হোক জর্জ ডাব্লিউ নোবেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।