আমাদের কথা খুঁজে নিন

   

আদালতের রায় সত্বেও ইরানী শরনার্থীরা তুরস্কে আটক-বন্দী



২৪ সেপ্টেম্বর ২০০৯ ইওরোপের মানবাধিকার আদালতের (ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস) রায় সত্বেও তুরস্কে এখনো দুইজন ইরানী শরনার্থী বিনাবিচারে আটক রয়েছে, যাদেরকে ছেড়ে দেয়া অবশ্যই উচিৎ বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মন্তব্য করেছে। আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে, ইরানী নাগরিক মোহসেন আবদলখানি ও হামিদ কারিমনিয়াকে তুরস্কে ইচ্ছেমাফিক আটকাদেশ প্রদান করা হয়েছে, তাদেরকে আইনজীবি কিংবা শরনার্থী হিসেবে আশ্রয় লাভ করা সংক্রান্ত পদ্ধতি কোনটিরই সাহায্য নেয়ার সুযোগ দেয়া হয়নি এবং তাদের ক্ষেত্রে বিদ্যমান আইনের অন্যান্য নিয়মকানুনগুলোও লংঘন করা হয়েছে। আদালত রায়ে আরো উল্লেখ করা হয়েছে যে, এই দুই ব্যক্তি যারা পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন ইন ইরান (পিএমও‌আই) এর সাবেক সদস্য তাদেরকে যদি ইরান কিংবা ইরাকে ফেরত পাঠানো হয় তবে তাদের জীবন বিপন্ন হতে পারে কিংবা তারা দুর্ব্যবহারের শিকার হতে পারেন। আরো পড়ুন: আদালতের রায় সত্বেও ইরানী শরনার্থীরা তুরস্কে আটক-বন্দী আদালতের রায় সত্বেও ইরানী শরনার্থীরা তুরস্কে আটক-বন্দী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.