আমাদের কথা খুঁজে নিন

   

জননী



মা যদি চায় এই পৃথিবী দিতে পারি তারে, আকাশ কিংবা চন্দ্র হলে দেব মুঠো ভরে। যদি চায় সে এই পৃথিবীর সবটুকুও জল, আজল ভরে এনে দেব পূর্ন চরন তল। যদি চায় সে এই পৃথিবীর আলোবাতাস মাটি, এক নিমিষে আনবো ধরে রাখবো বসত বাঁটি। যদি চায় সে এই পৃথিবীর সবটুকুও সুখ, দেব তার আঁচল ভরে তাড়াবো সকল দুঃখ। এই পৃথিবীর সকল মা যে বিধাতারই মতন, সেই মাকে যে দহে আশু ফিরে আসুক চেতন। স্রস্টা পরে পূজলে তবে মা`ই হলো সেরা, মায়ের ভেতর সুখের বসত থাকে সদা ঘেরা। যে ভাগ্যবান সে`ই কেঁদে মায়ের সুখ চায়, খোদার আরশে ফোটে হাসি ফোটে হাসি মায়ের হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।