আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য



গানের পাখী- ছন্দহারা গানের পাখী- গাইবে কি আর সূর, ব্যাথায় ব্যাথায় ভরে আছে- রিদয় অন্তপুর-। ছলনা- তোমার কাছেই আমি শিখেছি- কিভাবে ছলনা করতে হয়, চাইলেই কিভাবে সহজেই- মনের মানুষটাকে ভোলা যায়-। জানা নেই- জানা নেই আমার জানা নেই- আপনেরা কি ভাবে পর হয়, জানা নেই আমার জানা নেই- হাসি মুখে ক্যানো তারা ব্যাথা দেয়-! পাশাপাশি- তুমি আর আমি খুব পাশাপাশি- তবু য্যানো মনে হয় কতোদূর, মনে মনে যতো গান রচে যাই- তোমা মাঝে য্যানো মোর সব সূর-।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।