আমাদের কথা খুঁজে নিন

   

চলো চলো শাহবাগে চলো

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।

এটা বাংলাদেশ, আমরা বাঙালি- একটি সহনশীল বীর জাতি। ব্যক্তি স্বাধীনতায় সচেতন, দ্রোহে-বিদ্রোহে অনন্য এক জাতি আমরা। আমাদের সহনশীলতা ও দ্রোহের সুযোগে এই পশুরা বারবার আমাদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে- ৫২, ৫৬, ৫৮, ৬৯, ৭১, ৯০, ২০০১। কিন্তু আমাদের দমিত করতে পারেনি। দাঁতভাঙা জবাব পেয়েছে।

কিন্তু পশুরা তাদের পশু প্রবৃত্তি ত্যাগ করবে কেন? তাদের পশুত্বের সর্বশেষ শিকার হলেন প্রকৌশলী আহমেদ রাজিব হায়দার। গতকাল ১৫ ফেব্র“য়ারি ২০১৩ শুক্রবার হিংস্র পশুদের থাবায় আমরা হারালাম একজন মুক্তচিন্তার চর্চাকারী, দেশবিরোধী জামাত-শিবির হায়েনাদের বিরুদ্ধে সোচ্চার ব্লগার তথা একজন বাঙালিকে। আমি শোকাহত, কিন্তু ভীত নই। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আরও শাণিত হবে আমার লেখনী আরও সোচ্চার হবে আমার কণ্ঠ। আজ আমি উদ্বাত্ত কণ্ঠে জানাতে চাই- যে ধর্ম মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করে, মানুষের মুক্তচিন্তার গতিরোধ করে, যে ধর্ম ধৈর্য ও সহনশীলতা শেখায় না আমি মানি না সে ধর্ম।

ধর্মের দোহাই দিয়ে যারা অহর্নিশি মানুষকে নিষ্পেষণ করছে, হত্যা করছে আমি তাদেরকে মানুষ বলে মানি না, ওরা পশু, হিংস্র বন্য পশু। মানুষ সমাজে ওদের ঠাঁই হতে পারে না। প্রজন্ম চত্বরের জাগরিত তারুণ্য ওইসব ঘৃণিত পশুকে নির্বাসিত করবে এ দেশ থেকে- এ বিশ্বাসে আমি জেগে আছি শাহাবাগে। রক্তের শোধ নিয়েই ফিরব ঘরে- আমি জানি কোনো বাঙালিই এসময় ঘরে বসে থাকতে পারবে না, তাই সবার উদ্দেশ্যে আহ্বান করছি- চলো চলো শাহবাগে চলো রাজাকার পশুমুক্ত বাংদেশের প্রত্যাশায় জয় বাংলা, জয় তারুণ্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।