আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে এবং ছেলেটির কাব্য

আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।

মেয়েটি নিমগ্ন কাঠের চাছা ছেলা শৈল্পিক কারুকাজে- ছেলেটি ভেবেছিল তার ও দেখা দরকার কাঠের চুলচেরা শিল্পীর চারুসাজে। মেয়েটি খুঁজে দেখে কি করে সাজাবে শহুরে বাড়িঘর ছেলেটি খুঁজে ফেরে- কি করে রাঙাবে মেয়েটির মনঘর। মেয়েটি জানে না অলখে ছুঁয়েছে সে ছেলেটির ভাললাগা ছেলেটি খুঁজে ফেরে আরাধ্য মেয়েটির ছড়ানো ডালপালা মেয়েটি মেতেছিল আপন ভূবনে এক অনন্য আলোতে- ছেলেটি ডুবেছিলো না বলা কথামালার স্বপ্ন সাজাতে- এরই মাঝে কেটে গেলো বছর দু’য়েক- মেয়েটি ব্যস্ত ভীষন কর্মযজ্ঞে হাজার শতেক। হঠাৎ বাঁজে ঐ দূরআলাপনী শোনায় কার যেন আদুরে স্বরধ্বণী- ’তোমাকেই খুঁজি আমি এদিক ওদিক- জানি আমি পাবো খুঁজে তোমাকেই ঠিক’। অবাক ভাবনায় ডুবে যায় মেয়ে- ভাবে ’পাগলে ধরেছে- অদ্ভুত এ ছেলে’- তারপর বয়ে চলে সময় অনেক- মুঠোফোনে কথা হয় মাস তিনেক। মেয়েটি জানায় তার হাত পা বাধা সংসার যাপনে নাচে নিত্য নব রাধা। ছেলেটি জানায় তাকে ’তবু ভালোবাসি- ভালবেসে পেতে হবে কথা আছে নাকি?’ ’ভালবেসে যেতে চাই জীবনের শেষে ভালবাসার জনকে ভালবেসে বেসে-’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.