আমাদের কথা খুঁজে নিন

   

রোড টু ইউ কে -৫: এ ও কী সম্ভব ! হায় ইংরেজ তোমাদের রেপুটেশনের এই হাল

oracle.samu@googlemail.com

সারা বিশ্বেই ইংলেন্ড তাদের ঐতিজ্য, জাত্বভিমান ও কর্মকুশলতার জন্য যেমন বিখ্যাত তেমনি ইংরেজরা ও তাদের নাক উচু সভাবের জন্য বিশ্বখ্যাত। নিজেদের নয় বরং অন্যের ভুল ধরতেই ওরা ওস্তাদ। তাদের এই রেপুটেশলের উপর আমার বেশ আস্থা ছিল শুরুতে যা এখন প্রায় তলানিতে পৌছে গেছে। প্রথমেই ভিসা লেটারে কোর্স টাইটেল ভুল পোস্টগ্রাগুয়েটের জায়গায় আন্ডার গ্রাগুয়েট লিখে পাঠিয়েছে। সতরাং এক দফা সংশোধন।

এর পরে পাঠিয়েছে স্কলার্শিপ লেটার, এবার তাতে নামের বানান ভুল দুই জায়গায়। আবার মেইল করলাম, ফল স্বরুপ দুইটা ভুলের একটা সংশোধন। পুনরায় মেইল প্রেরনের পর মনে হচ্ছে সে ভুল দুইটা বুঝতে পেরেছে ....... অবশ্য চিঠি হাতে না পাওয়া পর্যন্ত কোন নিশ্বয়তা নাই প্রথম দিকে মেজাজ খরাপ হত কিন্তু এখন আর হয় না .. বরং হাসি পায় । অবশ্য 'এক বার না পাড়িলে দেখ শত বার' টাইপের চেষ্টা করার জন্য ইংরেজ ভদ্রমহিলা ধন্যবাদ পাবার যোগ্য। কপাল ভাল ডিএইচএল -এর টাকা আমাকে পে করতে হয় না।

তা না হলে প্রায় ফকির হবার মত অবস্থা হত আরকি। এই হচ্ছে বিশ্বখ্যাত ব্রিটিশ এফিসিয়েনন্সি আশা করছি শুক্র বারের মধ্যে কাগজপত্র পেলে রবি বার ভিসার জন্য এপ্লাই করব .....আমার জন্য একটু দোয়া করবেন **যারা স্কলার্শিপ ও অন্যান্য ব্যাপারে বিস্তারিত জানতে চান আমার আমার আগের পোস্টগুল রোড টু ইউ কে -১,২,৩,৪ দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।