আমাদের কথা খুঁজে নিন

   

তারুণ্য-ঝড়

জঞ্জাল যত আটকে থাকুক হৃদয়ের মাঝখানে, কিছু সুর ফেরাতে পারে সম্ভাবনার তানে, তাই সঙ্কুচিত কোরোনা হে অফুরন্ত ডালা, প্রাণে খুশির ঢেউ জাগিয়ে সাজাও নতুন পালা নাস্তিক ও নাস্তিক , বলছো ভীষণ ক্ষোভেই, দেখলেনা হে তারুণ্যকে করা হলো জবাই, ধর্মভীরু? ঘৃণা, থাবার লেখনীর ত্রাসে? তোমার চিন্তার মোড় ঘুরিয়ে দেখলেনা কে হাসে। পৈশাচিক ঐ হত্যা তোমায় দিচ্ছেনা কি নাড়া? ভেবেছ কি সেই মাকে, সদ্য সন্তান-হারা? তোমার আবেগ কষছে কারা বিহবলতার সুযোগে? দেখছোনা কি ভেবে, ঝাঁপ দিচ্ছো কোন হুজুগে? হাসছে কারা, কষছে কারা, কাদের এতো ধক? ধর্ম নিয়ে বাড়াবাড়ির কিসের তাদের হক? পথেই থেকো, অপরাধীর মূলোৎপাটন করে জয় যে এবার হতেই হবে, তারুণ্যের এই ঝড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।