আমাদের কথা খুঁজে নিন

   

অমর অজেয় প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী

আমরা বিস্তৃত বিনার মতো.........বেসুরো তারে........ বেজে উঠি নানা রুপে..... নানা ফুৎকারে টানে....ভাঙ্গা এ বিনাকে আবার বাজালে ...... আগের বেগ আর সূর ওঠেনা...... বাজেনা এই বিনায়!!!!
দুর্গতিনাশিনীর বরপুত্র স্বর্গীয় দীপংকর চক্রবর্তী। মায়ের বর নিয়ে স্বর্গালোক থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুধা বিলিয়ে চলেছেন। যাকে অসুরের দল নৃশংসভাবে খুন করেছে। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার বলিদান অমর, দুর্গতিনাশিনীর বরপুত্র স্বর্গীয় দীপংকর চক্রবর্তী। মায়ের বর নিয়ে স্বর্গালোক থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুধা বিলিয়ে চলেছেন।

যাকে অসুরের দল নৃশংসভাবে খুন করেছে। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার বলিদান অমর, অজেয়। তিনি মানবিকতার অন্যতম এক সেতুবন্ধন। ইতিহাসের পাতায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ যে সব বীর শহীদ হয়েছেন তাদেরই মত তিনি একজন। পেশাগতভাবে একজন সাংবাদিক ছিলেন।

গ্রামীণ মাটির মমতারসে সিক্ত এ কলম বীরের খবর থেকে মাটির সোধা গন্ধ বের হতো। সুর ও অসুরের দ্বন্দ্ব চিরন্তন। সত্যকে প্রতিষ্ঠিত করতে মহান স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন সময়ে বহু সাংবাদিক আত্মাহুতি দিয়েছেন। সমগ্র বাংলাদেশে একটি বিশেষ গোষ্ঠী উগ্র সামপ্রদায়িক শক্তির সাথে আঁতাত করে বহু সাংবাদিকের প্রাণ হরণ করেছে। মানুষ দীপংরের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, প্রাণীজগতে মানুষই একমাত্র চেতনাসম্পন্ন প্রাণী।

মানুষ চিন্তা করতে পারে এবং তার ভিত্তিতে ক্রিয়া করতে পারে। এ চিন্তাশক্তিই মানুষকে জগতের অন্যসব প্রাণী থেকে আলাদা করেছে, উন্নত করেছে। অন্যসব প্রাণী প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে থাকে। কিন্তু মানুষ প্রকৃতির অন্তর্নিহিত নিয়সমূহ জানার চেষ্টা করে। নিজের প্রয়োজনে কাজে লাগায়।

বিস্তারিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।