আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কৃতি-১০

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী

আত্ম-সমালোচনা সংস্কৃতিবান হওয়ার অন্যতম শর্ত। প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে অনেক ত্রুটি থাকে। প্রত্যেকটা মানুষ নৈমিত্তিক কাজের মধ্যে অসংখ্যা ভুলও করে থাকে। বিশেষ করে যে সমস্ত দোষ-ত্রুটিকে আমরা মানবীয় দোষ-ত্রুটি বলি, যেমন- অহংকার, হিংসা-বিদ্বেষ, লোভ, পরশ্রীকাতরতা, মিথ্যা বলা, সুবিচার না করা, ক্রোধ, গীবত করা, অন্যের উপর মিথ্যা অপবাদ চাপানো, অন্যকে ছোট করে দেখা ইত্যাদি, এ সমস্ত দোষ-ত্রুটি থেকে মুক্ত হয়ে পর্যায়ক্রমে নিজকে বদলে উন্নততর সাংস্কৃতিবান মানুষ হওয়ার দিকে এগিয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমান মানুষের কর্ম। আর এই বদলটা পৃথিবীর কোন শক্তিই করে দিতে পারে না।

এ বদলটা নিজের মধ্যে নিজেই করতে হয়। আর তার উপায় হচ্ছে, সারা দিনের কাজ শেষে একা হয়ে যাওয়া। সমস্ত কাজের হিসাব করা। দোষ-ত্রুটি যুক্ত কাজগুলো আর করবো না বলে প্রতিজ্ঞা করা। বারবার প্রতিজ্ঞা করা।

অনুতপ্ত হওয়া। পরদিন সকালবেলা থেকে ঐ সব দেষ-ত্রুটি মুক্ত একজন নতুন সাংস্কৃতিবান, প্রেমময় এবং উন্নত মানুষ হিসেবে কাজ শুরু করা। সবাই যদি এমন করতে পারি তবে আমরা একটা উন্নত আদর্শবান সমাজ গড়ে তুলতে পারবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।