আমাদের কথা খুঁজে নিন

   

ডে লাইট সেভিংস....বিশ্ব সত্যের বিপরীতে বিদ্যুত প্রতিমন্ত্রী -- আওয়ামীলিগের স্বেচ্ছাচারিত !!!! নাকি হীরক রাজার দেশে আমরা !



ডে লাইট সেভিংস। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম এই আইডিয়ার জনক হলেও এর ব্যবহারিক প্রয়োগ শুরু করে ব্রিটিশরা উইলিয়াম উইলেটের সময় ১৮৫৭-১৯১৫এর মাঝে। ১৯০৭এ প্রথম ২০ মিনিট এগিয়ে এপ্রিলের ৪র্থ রবিবার এটি শুরু হয়। এবং আবার সেপ্টেম্বর এর শেষ বরিবার এটি ২০ মিনিট পিছিয়ে পূর্বাবস্থায় আসে। ইউএস এ এবং ইইউ প্রায় একই সময়ে এই সময় ব্যবহার করে।

২য় রবিবারে আমেরিকা তো ৪র্থ রবিবার ইইউ কিন্তু মাস মার্চে শূরু আর শৈষও তেমনি শেষ রবিবার নভেম্বরে আমেরিকা তো শেষ রবিবার অক্টোবরে ইইউ। এবং সারা পৃথিবীতেই এটি গ্রীস্ম কাল বা যখন সূর্য গোলার্ধে বেশী সময় ধরে বিরাজ করে তখন এই নীতিটি কার্য়কর থাকে এবং শীতে যখন সূর্য দ্রুত অস্তমিত হয় তখন আবার সাবেক সময় কার্যকর থাকে। এই সব আমার কথা নয় বিম্ব ব্যাপী এই প্রচলীত। US Federal law was amended in 1986 to begin Daylight Saving Time on the first Sunday in April: Daylight Saving Time begins at 2 a.m. on the first Sunday of April Daylight Saving Time ends at 2 a.m. on the last Sunday of October এবং এ জণ্য বিম্ব ব্যাপি একটি অভিন্ন নীতি এবং সময়সূচী চালূ আছ। নাসার একটি চার্ট দেখূন আমেরিকা এবং ইইউর ডে লাইট সেভিংস এর ক্যালেন্ডার Click This Link কিন্তু আমাদের মান্যবর গিয়ানী বিদ্যুত প্রতিমন্ত্রী এসব কি বললেন???? কোট " বর্তমান সময়সূচী পরিবর্তন করার কোন পরিকল্পনা সরকারের রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন - না।

(!!!!!!!!!!!!!!!!!) তিনি আরও বলেন- বিদ্যুত তো সাশ্রয় হচ্ছে। িকছু বেনিফিটতো পাচ্ছি। এতে তো খারাপ কিচূ দেখছি না। সময়সূচী নিয়ে মানুষকে কনফিউজ করার দরকার নেই। শীত মৌসুমকে সামনে রেখে আগের সময়সূচীতে ফিরে যাবার কথা থাকলেও কবে নাগাদ তা হবে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন রাখেন : আগের সময় সূচী কি??? আসলে সময়সূচী বিষয়টি হচ্ছৈ মানসিক ভাবে মেনে নেয়ার।

ঘড়িতে এখন ছয়টা বাজছে। এ সময়সূচী পাঁচটা বা সাতটা হলে কি আসে যায়? (মানসিক ভারসাম্য হীনের সংখ্যা কি বাড়ছেই নাকি?) তবে কি এসব আওয়ামী লীগের স্বেচ্ছঅচারিতা!!! নাকি নির্বুদ্ধিতা!!!! আর আমাদের মিডিয়ার সবাই চুপ কেন??? সুবিধা আদায়ে ব্যাস্ত নাকি ভীত!!!! তবেতো বলতেই হয়.. সত্যি এবার হিরক রাজার দেশেই আছি!!!!!! যায় যদি যাক প্রাণ হিরকের রাজা ভগবান!!!!! এখন রাতে অফিস দিনে ঘুম যদি বলেন হাসিনা বুঝি মানবে সবাই প্রতিবাদে কেউ পথে নামবেনা-------------------- কারণ যায় যদি যাক প্রাণ হিরকের রাজা ভগবান!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।