আমাদের কথা খুঁজে নিন

   

চাচা দ্যাশটা এবার বাঁচা

হাল িহসাব

চাচা দ্যাশটা এবার বাঁচা দূর্নীতির মূল উপড়ে ফেলে জোঁক জানোয়ার আটকে জেলে পুঁচ্ছটাকে নাচা চাচা দ্যাশটা এবার বাঁচা। কালো টাকার গোঁখরোটাকে সাবধানে রাখ ঝাঁপির ফাঁকে সাঁজিস না আর কাঁচা চাচা দ্যাশটা এবার বাঁচা। দ্যাশের নামে পকেট ভরে আম-জনতা ধুকে মরে বলছি সবই হাঁচা চাচা দ্যাশটা এবার বাঁচা। ন্যায় বিচারের শাষন ভার আমার জন্মের অধিকার শক্ত বানা খাঁচা চাচা দ্যাশটা এবার বাঁচা চাচী আমার জনম দুঃখী ঋণের ফাঁদে মরছে ধুকী পাড়ায় পাড়ায় মাচা চাচা দ্যাশটা এবার বাঁচা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।