আমাদের কথা খুঁজে নিন

   

দাদার সাধ

হাল িহসাব

বাঁধ বেঁধেছে গঙ্গাতে তাই মরি রে মঙ্গাতে এক ঘটি দে জল দাদার হাতেই আটকে আছে আমার জলের কল। বরাক নদে বাঁধবে বাঁধ এবার দাদার বড়ই সাধ করবে আঁধার দুর বিপর্যয়ে মরে মরুক বাংলা-মনিপুর। চামচিকেরা নাচছে তাই আশায় এবার হবে ঠায় দাদার আশীর্বাদ এ সুযোগেই আসবে ঘরে যাদু বুড়ির চাঁদ। চোখ বুঁজে কি থাকবি আজ পড়বে কি তোর মাথাতে বাজ নেই কি মাটির টান মায়ের জন্যে লড়তে রাজি তাই ধরেছি গান। আটকে দাদা আমার নদী শুভাশীষে আমায় যদি ভরিয়ে তোলে মন ছেলে খেলায় ভুলব নারে ছেড়ে বুকের ধন। খোকা খুকু থাকবে না চুপ আহা দেখ কি অপরূপ মায়ের টানেই টান জীবন দিয়েই রুখবে খোকা জন্মভূমির মান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.