আমাদের কথা খুঁজে নিন

   

// মধ্যরাতের বিরতী //

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

মধ্যরাতের শান্ত আকাশ হাত বাড়িয়ে বলে -- "আমার বুকে আয় ,দুদন্ড জিড়িয়ে নিবি আয়। " ভালোবাসা ঘুমিয়ে আছে পরম নিশ্চিন্তে , দায়িত্বরা নিয়েছে বিগ্গাপন বিরতী । ফেলে আসা কৈশর কবেই অবসর নিয়ে এবেলা ওবেলা লোহিত কনিকায় অর্থহীন ঘুরে বেড়াচ্ছে; ওপথ দেখবার এখন আর সময় নেই কারো । উম্মাতাল যৌবন কবেই বিসর্জন দিয়েছি নিয়মের বাহুডোরে । কেবল কর্তব্যের কাছে মাথানত প্রতিটা মুহূর্ত । তবে কি খুব দেরী হয়ে গ্যাছে ? পূর্নিমার চাঁদ ও কি আজ করেনা অসাবধানী ? সাগরের নোনা জল কি করে না উন্মাদ ? হয়তোবা । তবুওতো ভুলে গেছি-- হাতের মুঠোয় হাত ; নির্ঘুম আলিঙ্গনের এক একটি রাত ; বিশ্বস্ত পৌরষ্যে ; রমনীর আত্ম-সমর্পণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।