আমাদের কথা খুঁজে নিন

   

শুভ প্রবারণা, সবাইকে প্রবারণার শুভেচ্ছা

সমাজের প্রয়োজনকে ঘিরে যার জীবন আবর্তিত সেই তো প্রকৃত মানুষ

আজ (৩ অক্টোবর, শনিবার) বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। শুভ প্রবারণা উৎসব। আজ থেকে বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায় অর্থাৎ বড়ুয়া, চাকমা, রাখাইন, মারমা, চাক, তঞ্চঙ্গ্যা, খিয়াং প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত এলাকাসমূহে অন্যূন ৩ দিন ব্যাপী প্রবারণা উৎসব উদযাপিত হচ্ছে। আষাঢ়ি পূর্ণিমায় শুরু হওয়া বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস ব্যাপী বর্ষাবাস বা অধিষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটবে আজ। প্রবারণা উৎসব হচ্ছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব।

ধর্মীয় উৎসব হলেও দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন স্বীয় সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী নিজেদের মতো করে প্রবারণা উৎসব উদযাপন করে থাকে। এতে করে এই ধর্মীয় উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়। দেশের রাখাইন সম্প্রদায় বিশেষ করে কক্সবাজার জেলার রাখাইনরা অত্যন্ত জাঁকজমক করে উৎসবটি উদযাপন করে থাকে। ফলে রাখাইন সম্প্রদায়ের প্রবারণা উৎসব হয় খুবই বর্ণাঢ্য। প্রবারণা উৎসবে রাখাইনরা ধর্মীয় রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী শীল পালন, বুদ্ধপূজা, প্রদীপ পূজা, সংঘদান, কল্পমন্দির (জাহাজ) ভাসানো, আকাশ প্রদীপ (ফানুস বাতি) ওড়ানো ইত্যাদি করে থাকে।

Auto Drafted on 0:46 void(1); [কল্পমন্দির ভাসানোর দৃশ্য (ফাইল ছবি)]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।