আমাদের কথা খুঁজে নিন

   

আমার অফার ক্যান করলা বারণ!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
গরুর গাড়ি ধীরে চলে ঘোড়ার গাড়ি দ্রুত আমি বললে অশ্রাব্য হয় তুমি বললে শ্রুত! আমার গলা কর্কশ, আর তুমি কোকিলকণ্ঠী! সত্য বলে মরাও ভাল তোমার গলায় ঘন্টি! উটপাখির মত হাটো কি অপরূপ ছন্দে- নাক উল্টে বমি আসে তোমার চুলের গন্ধে! নাকটা চিলের ঠোঁটের মত নখটা বাঘের থাবা, ভূতপ্রেতরা বলে,“সরি, মাফ করে দেন বাবা”! এতকিছু বলছি আমি,কারণ- আমার অফার ক্যান করলা বারণ!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।