আমাদের কথা খুঁজে নিন

   

গুড ফুড ডে - ভিনগ্রহের ব্লগারদের সাথে আড্ডা থেকে ফিরে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার বন্ধু-বান্ধব-স্বজন মাত্রই জানে আমি কি পরিমাণ ভোজন রসিক। আল্লাহর রহমাতে কোন ধরণের খাদ্য-মজমায় আমি সেকেন্ড হই নাই। সবসময় খাবারের লাইনের আগে আমারে দেখা গেছে। আর সেই মজমা যদি হয় বাফেট ডিনার বা লাঞ্চ তাইলে তো কথাই নাই - ভিন্নগ্রহের ব্লগাররা তো দূরের বিষয়, স্বয়ং বিধাতা আওলায়া যাইবে এই পেটে কেমনে এত খাবার আমি রাখতে পারি সেইটা ভাইব্বা। আজকে শেরাটনে দুপুর ও সন্ধ্যার খাওনের দাওয়াত ছিল।

উপলক্ষ্য কয়েকটা গ্রহের ব্লগার নামে একদল বিশেষ প্রাণী নাকি একত্রিত হইতেছে। সেইখানে আমার কাম হইলো এই দেশী একজন মানুষের সফরসঙ্গী হওয়া। সমস্যা হইলো আমি যার সফরসঙ্গী সেই ব্যাটা মানে আমার কুলুজ দোস্তও নাকি এই পৃথিবীর একজন ব্লগার। হাত পা চোখ কান সবই ঠিক আছে, কিন্তু সে কেমতে ব্লগার হইলো এইটা যদিও আমি বুঝি নাই - তারপরেও মনে হইলো ব্লগারাও মনে হয় মানুষের মতই দেখতে। যাউকগা - ভিনগ্রহের ব্লগারদের দেখার চাইতে আমার খাবারের দিকেই বেশী মনোযোগ ছিল।

আমার দুস্ত ব্লগারের বাইকের পিছনে চইড়া আমি যখন শেরাটনে পৌছলাম তখন আড়াইটা বাজে। মিটিং ভেনুর পাশের ডাইনিং হলে গিয়া দেখি বিশাল বাফেট - কমপক্ষে হইলেও একশর মত নানাপদের ডেসকি বোঝাই বাহারী খাবারের আয়োজন। লাইন দিয়া সব মানুষই দাড়ানো দেখলাম, হেরবাদে বুঝলাম ভিন্নগ্রহের ব্লগাররাও মানুষ। অবশ্য ঐটা আমার দ্বিতীয় চিন্তা - প্রথম কাম হইলো লাইনের আগে যাওয়া। এবং যথারীতি সামনের জনের সামনে দাড়াইয়া বললাম, ভাইজান আমি লাইনের আগে ছিলাম, জাস্ট একটু ফোনটা ধরতে বাইরে গেছিলাম! লোকটা মাথা ঝুকাইয়া আমারে প্লেট নিতে দিলো।

মনে মনে কইলাম - আবাল ব্লগার কুনহানের! তারপরে আমার খাওয়া-দাওয়া চললো। পুরা হল খালি কইরা যখন শেষ ব্লগারটাও চইলা গেলো খাইয়া দাইয়া তখন মাত্র আমার অর্ধেক খাওয়া হইছে। মাঝখানে দুইবার বাথরুমে কিছু ডিপোজিট কইরা আসছি। সার্ভ করা পুলাপানগুলা কি যানি ফিসফাস করতেছে, কিন্তু আমি মোটামুটি আরেকটা আস্তো মুরগী লইয়া বইছি। এরপরে আরো আধঘন্টা বইসা খাইয়াদাইয়া বাইর হইলাম।

ভাবলাম এইবার গিয়া একটু ব্লগারদের কথাবার্তা শুনি। ওম! কিন্তু যাইয়া তো কথা বার্তা শুইনা আমি তো হালায় টাসকি খাইয়া গেলাম। কয়কি, হেরা নাকি মহাশূণ্যে কি এক খাতা আছে সেইখানে বইসা লেখালেখি করে! আজিব পাবলিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।