আমাদের কথা খুঁজে নিন

   

R-Enable এর মাধ্যমে উইন্ডোসের রেজ্রেস্ট্রী এডিটর,cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন রিস্ট্রোর করা


বেশিরভাগ টাইমেই কম্পিউটার ভাইরাস,ত্রোজন এসবের মাধ্যমে ইনফেক্টেট হলে রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন ডিস্যাবেল হয়ে যায়।ইনফেক্টেট পিসিতে কোন এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে এগুলিকে ডিলিট মারলেও আগের কোডের এবসেন্টে রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন ডিস্যাবেল হয়ে যায়।ম্যানুয়ালী এই সমস্ত রেজ্রেস্ট্রী কোডগুলি ফাইন্ড করে R-Enable করা একটি চুনোতির কাজ। R-Enable উইন্ডোসের একটি হ্যান্ডী এপ্লীকেশন যার মাধ্যমে সহজেই রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন এগুলিকে রি-এন্যাবেল করা যাবে। R-Enable মিসিং কোডগুলিকে আবার প্রিভিয়াস স্টেজে প্লেস করে দেয় এবং এটিকে ইনস্টলেশনের কোন জরুরত নেই কারন এটি ফুললী পোর্টবেল এপ্লীকেশন। ট্রাই R-Enable Somewhare blog এ লেখা সমস্ত পোস্ট আমার বাংলা ব্লগ থেকে কপি-পেস্ট করা হয়েছে।আপনাদের মধ্যে কারও পোস্ট ভাল লেগে থাকলে এবং অনান্য আরও পোস্টের জন্য আমার বাংলা ব্লগে ভিসিট করে দেখতে পারেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।