আমাদের কথা খুঁজে নিন

   

..... :: স্বপ্নভঙ্গ মন:: .......

ভালো লাগে লিখতে তাই লিখি..............

অসমাপ্ত কবিতার মতন অসমাপ্ত তিমিরের রাত অন্ধ ময়ূরীর বেশে চলে বাদলের নাচ এক পশলা বৃষ্টি আনে মৃত্তিকায় পাগল করা ঘ্রাণ প্রভাতের অপেক্ষায় চলে নিশিথি রাতের ধ্যান । এলোমেলো খেয়ালি বাতাস ছুটোছুটি করে, নদীর জলে স্বপ্ন ছবি হয় ঝাপসা ধীরে ধীরে । ভালবাসার আচ্ছাদনে মৃ্ত্তিকাকে স্পর্শ করা এই রাত্রি তবু জানেনা কতোটা ক্ষত জমে থাকে আহত কোন পাখির বুকে ভালবাসার মন ভেঙ্গে গেলে, তা অভিশপ্ত স্মৃতি হয়ে থাকে পরে মুক্ত আকাশের বিশালতা পাখিকে শুধু আঘাতে জর্জরিত-ই করে । রাত্রি কন্যা কেন বুঝেনা... যে পাখির ডানা ভাঙ্গা সে কখনো উড়তে পারে না, স্বপ্নভঙ্গ মনে স্বপ্ন দেখার দুঃসাহস আর জন্ম নেয়না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।