আমাদের কথা খুঁজে নিন

   

৩০ হাজার কর্মী নেবে ইরাক

বাংলাদেশ থেকে কর্মী নিতে ইরাক সমঝোতা স্মারকে সই করেছে। এর ফলে ৩০ হাজার শ্রমিক যাবে ইরাকে। আজ শনিবার এই সংক্রান্ত সমঝোতা চুক্তি হলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত দেশটিতে কী ধরনের কাজে শ্রমিক পাঠানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আজ সকালে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ও সফররত ইরাকের একটি প্রতিনিধি দলের মধ্যে শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি হয়। ইরাকের শ্রমমন্ত্রী নাসের আল রুবাইয়েত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন দুই দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

জানা গেছে, শ্রমিক নেয়ার আগে আগামী ৮ সেপ্টেম্বর ইরাকের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। সরকারিভাবে বিদেশে যেতে আগ্রহী সাড়ে ১৪ লাখ ব্যক্তির যে তথ্য সংরক্ষিত রয়েছে, সেখান থেকেই পর্যায়ক্রমে ইরাকে লোক পাঠানো হবে। তবে ইরাকে কী ধরনের কাজে শ্রমিকদের পাঠানো হবে এবং তাদের বেতন কত হবে সে বিষয়ে কিছু এখনো চূড়ান্ত হয়নি বলে জানান কর্মকর্তারা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।