আমাদের কথা খুঁজে নিন

   

মহা গ্রন্থ আল-কোরআন শরীফ সম্পর্কে রাসুল (সাঃ) এর কয়েকটি হাদীস

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

১. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে ব্যক্তি তাহার ছেলেকে কুরআন শিক্ষা অথবা এলমে দীন শিক্ষা দিবে কেয়ামতের দিন আল্লাহ তাহাকে এমন একটি হার দান করিবেন যে তাহা দেখিয়া পূর্ববর্তী সমস্ত লোকই আশ্চর্যাম্বিত হইয়া যাইবে। ২. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যাহার বুকে কুরআনের কিছুই নাই সে যেন ধ্বংশ হওয়া ঘরের ন্যায়। ৩. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে প্রতিদিন সুরা এখলাছ ২০০ বার পড়ে তাহার ৫০ বৎসরের গুনাহ মাফ হইয়া যায়। শুধু তাহার ঋণ মাফ হয় না।

৪. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- সুরা ফাতিহায় প্রত্যেক রোগের ঔষধ আছে। ৫. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- তোমাদের স্বর দ্বারা কোরআনকে সুশোভিত কর। ৬. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়িয়া ভূলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে। ৭. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে লোকের নিকট হইতে রিযিক পাওয়ার জন্য কুরআর পড়ে সে কেয়ামতের দিন মাংস শূন্য মুখ লইয়া আসিবে। ৮. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়ে সে যেন তদ্বারা আল্লাহর নিকট প্রার্থনা করে শীঘ্রই এমন লোক বাহির হইবে যাহারা লোকের নিকট হইতে ভিক্ষা করার জন্য করআন পড়িবে।

সুরা ইয়াসিন নাযিল ও ফজিলত সম্পর্কে..........................ক্লিক করুন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।