আমাদের কথা খুঁজে নিন

   

Khonz.mobi: বাংলাদেশের প্রথম মোবাইল সাইট সার্চ ইঞ্জিন

Rajib Roy
Khonz.com এর সফলতার পর মোবাইল সাইট সার্চ করার জন্য চালু হতে যাচ্ছে khonz.mobi. যেটি হবে বাংলাদেশের প্রথম মোবাইল সাইট সার্চ ইঞ্জিন। khonz.mobi এমন ভাবে তৈরী করা হচ্ছে যাতে করে সকল ধরনের মোবাইল সেটে তা দেখা যায়। Khonz.mobi সুধু মাত্র মোবাইল সাইট সার্চ করবে তা নয়, এখানে নরমাল ওয়েবসাইটের তথ্য সংক্ষিপ্ত আকারে দেখা যাবে। এছারা English to Bengali এবং Bengali to English dictionary তো থাকছেই। মোবাইলে সার্চ করবে বলে এর কিন্ত ওয়েবসাইটের সংখ্যা কম নয়, khonz.com যে পরিমান ওয়েবসাইটের তথ্য রয়েছে এখনেতো তা থাকছেই পাশাপাশি থাকছে মোবাইল ওয়েবসাইট। বাংলাদেশে মোবাইলে ইন্টার্নেট ব্যাবহারকারী খুব একটা বেশী না হলেও এর সংখ্যা দিন দিন বারছে। তাই khonz মোবাইল ইন্টার্নেট ব্যাবহারকে সহজ করতে khonz.mobi নিয়ে আসছে। Khonz বাংলাদেশের সার্চের জগতকে পরিবর্তিত করতে বদ্ধ পরিকর। বাংলাদেশে এখন প্রতিদিন প্রচুর পরিমানে তথ্য জমা হচ্ছে যা সার্চের আওতায় না আনলে সামনে আগিয়ে যাওয়া যাবে না এবং আমাদের পিছিয়ে থাকা চলবে না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।