আমাদের কথা খুঁজে নিন

   

সুয়োমি নামের দেশে (Suomi)-2

নিজেকে নস্টালজিক করিবার টুলস বিশেষ মাত্র
ছোটবেলায় দেশে দেখতাম পুরানো শীতের পোশাকের দোকান অনেক। এখনো আছে তবে পরিমানে কম। আমরা নিজেরাই দেশে বসে শীতের কাপড় কম দামে বানাতে পারি তাই বিদেশী সেকেন্ড হ্যান্ড জামা কাপড় কেনার হার অনেকাংশে কমে গেছে। গ্রানাডা (স্পেন)কিংবা সেন্ত ইতিনে (ফ্রান্স) পুরানো জিনিস পত্রের দোকান সেখাবে চোখে পড়েনি। পুরান কাপড়ের দোকান দু-একটা দেখলেও তাতে দাম বরাবরই অনেক বেশী ! (বাঙ্গালীর দাম বেশী কিন্তু ইউরো ১০০ দিয়া গুন হওয়াতে!!) এইবার যখন ফিনল্যান্ডে আসলাম , প্রথম দিনেই আমার টিঊটর নিয়া গেলো পুরান জিনিসের দোকানে।

ও আচ্ছা এইখানে বলে রাখি ফিনিশ ইঊনিভার্সিটির এই "টিঊটর" সিস্টেমটা মারাত্মক রকমের ভালো জিনিস। প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বাসা গোছানো থেকে শুরু করে ভার্সিটি-র রেজিস্ট্রেশন পর্যন্ত সাহায্য করাই টিঊটরের কাজ। প্রথম কোন দেশে এসে এটা যে কত বড় ঊপকারী জিনিস সেটা দূর থেকে বোঝা মুশকিল। এই টিঊটর জিনিস দরকার ছিল আমাদের স্পেন/ ফ্রান্সে ; সেখানে লোকজন তো কানাকড়িও ইংরাজী বুঝে না। এই দেশ তাই হাজার কোটি গুনে ভাল; আমারে কেঊ জিগাইইলেই কই "ঐ দেশগুলা বসবাসের জন্য সিম্পলি সাকস!!! " তো এই টিঊটর মশাই আমার কপালে পড়ছে চাইনিজ।

বাট লোক ভালো । খুজে খুজে আমার সবচেয়ে চীপ কিন্তু চলে আরি কি জিনিস কিনে দিছে ঃ-) আমি কৃতজ্ঞ। তো সেই পুরান সেকেন্ড হ্যান্ড মালের দোকানে গিয়া দেখি এলাহী ব্যাপার ! কি নাই রে ভাই সেখানে। ভালো করে খুজলে পুরান কনডমও পাওয়া যাবে বাইছা বাইছা কিন্তু রান্না বান্নার জিনিস পাতি কিনলাম। পরে ২ ঊইক পরে গিয়া দুইটা ওভার কোট কিনছি! মাত্র ২ ঈঊরো করে।

পরে ওয়াশিং ম্যাশিনে ঘুয়ে নিলাম। আজ আরে তেমন ছবি দিলাম না। পরেরটায় পাওনা রইল ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।