আমাদের কথা খুঁজে নিন

   

ছাই রমনী

আমি সত্য, সুন্দর ও মঙ্গলের আরাধনা করি। আমি চাই এ জগতের সবাই সুখী হোক।

অমূল্য রতন পাবে বলে প্রতিদিন উড়িয়েছে ছাই, অযথাই সারা গায়ে মেখেছে স্বপ্নের প্রসাধন কপালে এঁকেছে ধূসর মানচিত্র তবু তার কপাল খোলেনি। ছাই লাগবে ছাই শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করে ঘাম, চকচকে সোনার ঝিলিক শাড়ীর আঁচলে বাধা দূষিত বাতাস চোখে ভাসে চাঁই চাঁই ছাই-রঙ মেঘ। দিনশেষে ঘরে ফিরে দেহ থেকে ঝেরে ফেলে ধুলো অবসাদ ভাঙ্গা কুলো আর ছাই ফেলতে নিয়ো না তোমার দুয়ারে এসে দাঁড়ালো যখন দূর ছাই বলে তাকে তাড়িয়ে দিয়ো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।