আমাদের কথা খুঁজে নিন

   

স্রষ্টা ও সৃষ্টির রহস্য

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

বৃত্তের কেন্দ্র থেকে ঘুম ভেঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে পড়া বৃহৎ বৃত্তাকারে; সুক্ষ্ম পেন্সিলের ছোঁয়ায় পরিধির উপরের অবস্থানগুলো ক্রমেই পুলকিতো ও আলোকিতো। একমাত্র আলোড়ন সৃষ্টিকারীই রেখে যায় ক্ষতচিহ্ন; আর মাঝখানটা সম্পূর্নরুপে স্পষ্টভাবে অস্পষ্ট। তবে কি নির্লিপ্তভাবে ওখানটায় কারো অস্তিত্ব নেই? অপ্রিয় হলেও যা সত্য- আলোর মাঝে আধারের ক্ষতটাই ফুটে উঠে অচিরেই; এবং ক্ষতটা হাজারো স্রষ্টার পুঞ্জিভূত সৃষ্টি মাত্র। - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - হাজারো প্রতীকরে মাঝে একটি প্রতীকঃ ”গায়ক” এবং তার ”দল”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।