আমাদের কথা খুঁজে নিন

   

এবার...ফাঁসি দিতে এসেছি...

আবীর শাকরান মাহমুদ এক চোখে মেলানকোলিক অশ্রু নিয়ে বসে আছি আমি আরেক চোখে আমার দুর্দমনীয় ক্রোধের আগুন, জ্বলে ওঠার অপেক্ষায়, নিজের ছায়া মাড়াব আমি, যার লেলিহান শিখায় । সেই শিখা জ্বালানোর অপেক্ষায় দিন কেটে যায়। কবে আসবে প্রতিশোধ? কবে?? এক ঠোঁটে ঘৃণা লেগে আছে আমার, তীব্র ঘৃণা, সৃষ্টির নিকৃষ্ট জীবগুলোর প্রতি, ওয়াক! থুঃ! আরেক ঠোঁটে মুক্তির গান, “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে...” চিৎকার করে গাওয়ার প্রতীক্ষায় দিন কেটে যায়। কবে পারব গাইতে? কবে?? এক কানে আমি ধর্ষিতার কান্না শুনি, একটানা অবিরাম, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আরেক কানে বিচারের জন্য স্লোগান, একটানা অবিরাম, বিচারের অপেক্ষায় দিন কেটে যায়। কবে পাব ন্যায়বিচার? কবে?? এক হাতে অমানিশার অন্ধকার নিয়ে দাঁড়িয়ে আছি আমি, এ আঁধার কাটাবার প্রতীক্ষায়। আরেক হাতে ফাঁসির রশি কবে পরাতে পারব তাদের গলায়? কবে?? অবশেষে.. এবার...এখন এখানে অনেক আলো। এ আলোয় অন্ধকারে চাঁদ দেখা যায় এবার...তাই, কাঁদতে আসিনি (তা তো বেবাকে জানে...) এবার...ফাঁসির দাবি নিয়েও আসিনি (দাবি আগে অনেক চাওয়া হয়েছে...) এবার...ফাঁসি দিতে এসেছি... দশ ফেব্রুয়ারি, ২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।