আমাদের কথা খুঁজে নিন

   

সরাসরি বিমান চলাচলে কানাডা-বাংলাদেশ অনুস্বাক্ষর

দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে কানাডার সঙ্গে এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ।

সম্প্রতি কানাডা এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলবিষয়ক এ অনুস্বাক্ষর হয়। বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কানাডার গণমাধ্যমে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগমন্ত্রী লিজা র্যাইট প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুস্বাক্ষরের বিষয়টি ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে আকাশপথের যাত্রীর সংখ্যা বাড়ছে।

নতুন এ চুক্তির ফলে দুই দেশের যাত্রী ও পণ্য পরিবহনের কাজে সংশ্লিষ্টরা উপকৃত হবেন।

পররাষ্ট্র, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সরাসরি উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে কৌশলগত দিক বিবেচনা করে কানাডার সঙ্গে এ ধরনের চুক্তি করেছে বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল চালু না হয়, তা হলে ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিচালনের মাধ্যমে এ সংকট মোকাবেলা করা হবে। পাশাপাশি সরাসরি যোগাযোগের মাধ্যমে কানাডার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.