আমাদের কথা খুঁজে নিন

   

নেমে এসো আজ একসাথে মোরা রক্ত শ্লোগানে ভাসি

জনজীবনের জোয়ারে আমরা তুলি শ্লোগানের সুর কাপিয়ে বিশ্ব রাজপথে নামি হযে উঠি উন্মুখ। ওলিতে গলিতে ছড়ে আছি মোরা আগুনের ফুলকি মোরা একদল দাবী শুধু আজ যুদ্ধাপরাধীর ফাসী। মোরা নির্ভয়, মোরা চঞ্চল, মোরা উদ্দীপ্ত শিখার ঠিকানা মোরা আন্দোলনের মহামারী স্রোত, শাহবাগ যার নিশানা। ঘর ছেড়ে সব দল বেধে নামি আমরা অগ্নিচিতা ক্ষয় যত তার মানিনা কিছুই জ্বালাই অগ্নিশিখা। বিপ্লবী পথ আমাদেরই আজ, তাই মোরা শৃঙ্খল দূর্বার এই মিছিলের ঢেউ, উল্কার সেই দল। মোরা বিভীষিকাময় আধারির দ্বারে হোচটের পর থামি তাই যত কাল সব ভেঙে চুরে আজ দেবই রাজাকারদের ফাসী। তুমি আমি নয় আজকে সবাই আমরা এক জনতা ধরো রাজাকার মেতে ওঠো সব আজ মোরা মহামারি বিভীষিকা। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের মাটি নেমে এসো আজ একসাথে মোরা রক্ত শ্লোগানে ভাসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.