আমাদের কথা খুঁজে নিন

   

আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম কেন বাবা ?

....

ছোট বেলার কিছু স্মৃতি মনে পড়লে আজও হাসি পায়। ছোট বেলা থেকেই একটা বদ অভ্যাস ছিল , কথায় কথায় রাগ করা। আম্মু অথবা বাবার উপর রাগ করে নিজেই নিজের কাপড় চোপড় , জুতা , দুধ-ফিডার এই সব গুছাতাম। আমাদের বাসায় একটা নারিকেল গাছ আছে , আমি রাগ করে সেই গাছের পিছনে গিয়ে লুকিয়ে থাকতাম আর অপেক্ষা করতাম কখন সবাই আমাকে খুজতে আসবে। সবার জন্য অপেক্ষা বললে ভূল হবে শুধু বাবার জন্য অপেক্ষা করতাম কখন বাবা এসে আমার রাগ ভাঙ্গাবে,কখন এসে আমাকে ঘরে নিয়ে যাবে।

ছোট বেলায় আমরা দুই ভাই বোন অনেক মারামারি করতাম , এখনও করি কিন্তু আগের মত ততোটা না। আমার ছোট ভাইয়ের গালে অসংখ্য দাগ,দাগ গুলো আমারই নখের আঁচড়। আমরা যখন মারামারি করতাম তখন আম্মু এসে কার দোষ বেশি বা কম কিছুই শুনতো না , দুই ভাই বোনকে এক সাথে মারত। আমি বেশি মার খেতাম না কারন আমাকে ধমক দেয়ার সাথে সাথেই আমি কান্না শুরু করে দিতাম। কিন্তু আমার ছোট ভাইটা বেশি মার খেত কারন ও বকা বা মার দিলে কাঁদত না শক্ত হয়ে আম্মুর দিকে তাকিয়ে থাকত।

এই জন্য আম্মুর রাগ আরও বেড়ে যেত তাই আমার তুলনায় আমার ছোট ভাই বেশি মার খেত। আমি MIRINDA খেতে খুব ভালবাসতাম। আমি যখন ছোট তখন আম্মুর সিনেমা দেখার অনেক শখ ছিল। ছোট ছিলাম তাই অপরিচিত জায়গায় গিয়েই কান্না জুড়ে দিতাম। আম্মু হল-এ এক ফিডার দুধ নিয়ে যেত সেইটা খাওয়া শেষ হলেই ফিডার ধুয়ে তার মধ্যে MIRINDA ভরে খাওয়াত।

সেই থেকেই MIRINDA খাওয়ার নেশা হয়ে গিয়েছিল। বাবার এক ঘনিষ্ঠ বন্ধু প্রায়ই আমাকে লোভ দেখাতো আমাকে বাবা বলে ডাক তাহলে MIRINDA কিনে দিব। আমি এক বার বাবার দিকে তাকাতাম আর এক বার চাচ্চুর দিকে , তারপর বলতাম আমার কালো আব্বু পছন্দ না আমার সুন্দর আব্বুই পছন্দ। কিন্তু একবার ১০ টাকার লোভে চাচ্চুকে আব্বু ডেকেছিলাম , সেই কথা মনে পড়লে আজও হাসি পায়। আমার বাবা ফর্সা , মা কালো আর আমি শ্যাম বর্ন।

ছোট বেলায় আমার ফুপ্পি , মামা , চাচারা প্রায়ই আমাকে বলত তোমাকে ত ডাষ্টবিন থেকে তুলে এনেছি এইটা তোমার আম্মু না , দেখো তোমার সাথে কারও চেহারার কোন মিল নাই। তখন আমি অনেক কাঁদতাম সবাই আমার কান্না থামানোর অনেক চেষ্টা করত হয়তোবা কিছুক্ষন পড়ে আমার কান্না থেমেও যেত কিন্তু মনের মধ্যে প্রায়ই এই সন্দেহটা ঘুরপাক খেত সত্যিই মনে হয় আমি তাদের কিছু লাগি না। বিশেষ করে যখন আম্মু কোন কিছুর জন্য মারত বা বকা দিত তখন মনে হত আপন মেয়ে হলে কি এমন করত ? তাহলে মনে হয় আমাকে ডাষ্টবিন থেকেই তুলে এনেছে। অথচ ছোট বেলায় বাবা মার ভালবাসার গভীরতাটা বুঝতে পারতাম না , কিন্তু এখন বুঝি। বড় হওয়ার সাথে সাথে বাবা মার ভালবাসার ধরনটাও বদলে যায়।

আদর করে কোলে তুলে নেওয়া , চুমু খাওয়া বড় হওয়ার সাথে সাথে সেই আদর গুলোও বদলে যায়। বিশেষ করে বড় হতে থাকলে বাবা এবং মেয়ের মধ্যে অদৃশ্য একটা দূরত্বের সৃষ্টি হয়। ছোট বেলায় হাতে মেহেদি দিলে বাবা বাসায় আসার সাথে সাথে আমার হাতটা দেখাতাম , বাবা হাতটা তুলে চুমু খেতেন। খুব মিস করি সেই সব দিন গুলোকে। এ বছর আমার জন্মদিনে বাবা wish করে কপালে একটা চুমু খেল তখন আমি আমার চোখের পানি আর আটকে রাখতে পারিনি।

বাবা তখন বলছিল "ওরে বাবা আমার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গেছে"। তখন বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম কেন বাবা?আমি কেন তোমার সেই ছোট্ট পুলপুলি হয়ে সারা জীবন থাকতে পারব না? ছোট বেলায় কতগুলো আদরের ডাক ছিল আমার বুড়ি , পুলপুলি , ইমুমনি , ইমুসোনা। এই ডাকগুলোর মধ্যে পুলপুলি ডাকটা আমার সব চাইতে প্রিয় , কারন এক মাত্র বাবাই আমাকে এই নাম এ ডাকত। এখন আর এইসব নাম এ আমাকে কেউ ডাকে না খুব মিস করি সেই দিন গুলোকে তবে আম্মু মাঝে মাঝে বুড়ি বলে ডাকে তখন খুব ভাল লাগে। আমি বড় হতে চাই না , আবার আগের মত ছোট বয়সটাতে ফিরে যেতে চাই।

আবার আগের মত বাবা মার ভালবাসা পেতে চাই। ছোট্ট একটা লেখা লিখব এই ভেবে বসেছিলাম কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেল। তাই যারা ধৈর্য ধরে আমার লেখাটা পড়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।