আমাদের কথা খুঁজে নিন

   

নিজের পোস্টার নিজে ছাপিয়ে জনগণের নামে চালিয়ে দেয়া এক আবালরে স্বাগত জানাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
নির্বাসিত আবাল সালাম আজাদ দেশে ফিরেছে। দেখেন বিশাল পোস্টার। স্বাগত জানাইতেছে। জনগণ নাকি তারে স্বাগত জানাইতেছে। কিন্তু আমিও তো জনগণ, আপনারাও তো জনগণ। আপনারা কেউ কি এই আবালের নাম শুনেছেন? তার কোন বই পড়ছেন? সে কি বই লিখে নির্বাসিত হইলেন? এসব কিছুই জানেন না? আশ্চর্য্য! আমিও জানি না। কিন্তু আমরা তারে নাকি স্বাগত জানাইতেছি! তা যখন স্বাগত জানাইতে হইবে তখন আসেন আমরা এই আবালরে উত্তমরূপে স্বাগত জানাই। দেশের বাইরে নির্বাসিত থাইক্খা মেলা কষ্ট কইরা মালপানি কামাইয়া নিজের পোস্টের নিজে ছাপাইয়া জনগণের মানে আমাগো নামে যে উৎসর্গ করছে এইটা তার বিশাল একটা মহানুভবতার পরিচয় নিঃসন্দেহে। এখন তার পাছায়ও কয়েকটা পোস্টার লাগাইয়া দেই! তার উঠতে বসতে জনগণ তার পশ্চাতে স্বাগত জানাইতে পারবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.