আমাদের কথা খুঁজে নিন

   

;;;;;;;;;; মেঘলা রং-ধনু ;;;;;;;;;;;

ভালো লাগে লিখতে তাই লিখি..............

ব্যাঁথার ভাজে লুকিয়ে থাকা তোমার যত জমাট কান্না ........... আজ সব নিয়ে নিলাম, ভালবাসি তোমায় শুধু, এ-কথা বিনাদ্বিদ্ধ্বায় ..............আজ জানিয়ে দিলাম । তুমি নীলচে মধুর ভালবাসায়, আপন করে নাও সেই প্রহরের ক্ষণিক আগে দৃষ্টি ছুঁয়ে যাও আমি তোমার তরে, তোমার মাঝে সুখের দেখা পাই বৃষ্টি ছুঁয়ে, দৃষ্টি দিয়ে তোমায় পেতে চাই । মনের সাথে মনের কথা উদাস করে যায় চঞ্চলতার মেঘলা বাতাস গুনগুনিয়ে গায় । অবাক করা সে বাতাসে কত স্বপ্ন বুনে চলি আজ আঁখির পলকে খেলে যায় সুপ্ত গোধূলীর রাঙ্গা লাজ । আমি তোমাকেই চাই সে রাঙ্গা আকাশের সিক্ত বদনে, ......তুমি হয়ে যাও সুরেলা সারগাম, .......................পাবো তোমায় মনের সকল গানে। তুমি হয়ে যাও মেঘেলা রং-ধনু, ........হবো রঙ্গে রঙ্গে খেলা হলুদ প্রজাপতি, .............................খেলবো তোমার সাত রঙ্গে । হয়ে যাও পূণির্মার আলো .........হবো জোসনাকে ছোঁয়া রাতের নির্জনতা ..............................ছুঁয়ে দিবো আলতো পরশে । আকাশের ঐ নীল কোণে তোমার অপেক্ষা শ্রাবণের জলধারা হয়ে ভিজিয়ে দাও মৃত্তিকা..........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।