আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে চ্যাম্পিয়ন্স ট্রফি ! প্রতিবাদ না করে পারলাম না ...

গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব

ভাগ্গিস খেলাটা লাইভ দেখছি না ! দেখলে বোধহয় আফসোসটা আরও বাড়তো । বলছিলাম আজকের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ দলের খেলার কথা । টসে জিতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট ! যদি চূড়ান্ত রকম কোন অঘটন না ঘটে, তাহলে চোখ বন্ধ করেই বলা যায় ম্যাচটা একতরফাভাবে পাকিস্তানের । অতিবড় ক্রিকেটবোদ্ধাও তর্ক করবেন বলে মনে হয় না ।

ওয়েস্ট ইন্ডিজ দলেরও দোষ দিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। কারণ, বর্তমানে যারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন তারা কেউই নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেন না । তাদেরকে দিয়ে অনেকটা ধরে-বেঁধে খেলানোর মত অবস্থা । কিছুদিন আগে সাকিব-মাশরাফি বাহিনীর হাতে নাকানি-চুবানি খাওয়া (শুধুমাত্র টি-২০ বাদ দিয়ে) এই দলটি এখন দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে। তাদের নাকি অংশগ্রহণের যোগ্যতা আছে ! আর আমাদের নাকি নেই!!! ! হায় রে হায়! হায় রে আইসিসি !!! এই তোমাদের ন্যায় বিচার ! একটা বার অন্তত সুযোগ দিতে মোদের ।

অথবা ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে বলতে পারতে যদি তোমরা আগের দলটি (গেইল, সারওয়ান, চন্দরপলদের দল) পাঠাও, তবেই খেলার সুযোগ পাবে অন্যথায় বাংলাদেশ খেলবে । কই তা তো বললে না ! গ্রুপের অন্য তিনটা দল - অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান - এর পাশে বর্তমানের এই বাংলাদেশ দল কি মানাতো না ! প্রশ্ন রয়ে গেল । জানি, আমি অনেক বেশিই স্বপ্ন দেখি, হয়ত অনেক কথাই বলে ফেলেছি যা হয়ত বলা উচিত হয়নি । ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি আমার কোন ব্যক্তিগত আক্রোশ বা ক্ষোভ নেই বা তাদেরকে ছোট করে দেখার কোন ইচ্ছাও আমার নেই। শুধু আইসিসির প্রতি আমার এ সামান্য অনুযোগ ।

যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক ভালো-ভালো খেলা এখনও বাকি । প্রিয় পাঠক, খেলা দেখুন আর উপভোগ করুন । সবাই ভালো থাকবেন । শুভ রাত্রি । [ সর্বশেষ খবর পাকিস্তান ১০ ওভার শেষে ৩৫/২ ।

এখন ডিনার ব্রেক চলছে । ক্রিজে আছেন শোয়েব মালিক এবং অভিজ্ঞ মোহাম্মদ ইউসুফ । এছাড়া ব্যাট করতে বাকি মিসবাহ-উল-হক, উমর আকমল, শহীদ আফ্রিদীর মত পরীক্ষিত পারফরমাররা । যেহেতু খেলাটা ক্রিকেট তাই হয়ত এখনই শেষ কিছু বলা সম্ভব নয় । ওয়েস্ট ইন্ডিজ জিতলেও জিততে পারে ।

সুতরাং ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা হাল ছাড়বেন না । ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।