আমাদের কথা খুঁজে নিন

   

গান শুনছি - দ্য কার্পেন্টারস

www.cameraman-blog.com/

বৃষ্টির দিনে কি আর কিছু ভাল লাগে বলেন ? কেমন যেন একটা গুমোট ভাব চারিদিকে। কি আর করা খূজে পেতে বের করলাম একটা পূরোন সিডি। দ্য বেষ্ট অব কার্পেন্টারস। আমার অল টাইম ফেবারিট গ্রুপ। কারেন কার্পেন্টার এর গলা শুনলে এখনও মনে হয় কি অসাধারণ আর অপার্থিব ছিল ওর কণ্ঠ।

শুনুন তাহলে দ্য কার্পেন্টারসের একটা গান - টপ অব দ্য ওয়ার্ল্ড কারেন আর রিচার্ড দুই ভাই-বোনের এই গ্রুপ। রিচার্ড গান লিখতো আর সূর করতো, কারেন গাইতো। কিন্তু কারেনের অকাল প্রয়ানে থেমে যায় দ্য কার্পেন্টারস। কারেন এর একটা অদ্ভূত রোগ হয়েছিল। তার খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে গিয়েছিল, ফলে ওজন হারাচ্ছিল খূব দ্রুত।

১৯৮৩ সালের ফেব্রুয়ারীর ৪ তারিখে কারেন মারা যান হার্ট এটাকে - যা ছিল তার অসূখেরই সাইড ইফেক্ট। শুনুন আরেকটা গান - ইয়েষ্টারডে ওয়ান্স মোর দ্য কার্পেন্টারস - অফিসিয়াল ওয়েব সাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।