আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডডিক্স এর টুকিটাকি সমস্যার টুকিটাকি সমাধাপন

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
কম্পিউটারের হার্ডওয়্যার এ কোন সমস্যা হলে কম্পিউটার সার্ভিস সেন্টারে পাঠানো ছাড়া উপায় থাকেনা অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীর। কারণ অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারি জানেন না কম্পিউটারের কোন হার্ডওয়্যারে কি সমস্যা হতে পারে আর সেই সাথে আপনার প্রিয় কম্পিউটারটির যতœ কিভাবে নিবেন। এই সকল বিষয়ে আপনাদের সহায়তা করার জন্যই ট্রাবলশুটিং নিয়ে লেখা হার্ডডিক্স ঃ কম্পিউটারের এই হার্ডওয়্যারটি আপনাকে সবচেয়ে বেশীবার খুলতে হয়। যখন কাজটি করবেন সাবধানে করুণ। ডাটা কেবলটি খুলবার সময় সাবধানে খুলুন।

যাতে কোন পিন ভেঙ্গে বা বেকে না যায়। এছাড়া ক্যারি করার সময়ও যাতে বেশী ঝাকি না লাগে সে ব্যাপারে খেয়াল রাখবেন। এছাড়াও হার্ডডিস্কের ব্যাপরে যতœশীল হতে নিচের ব্যাপারগুলো লক্ষ্য করুন ঃ- আপনার হার্ডডিক্সটি বেশী গরম হচ্ছে ঃ- বর্তমানের হার্ডডিস্কগুলোর ঘূর্ণণগতি আগের তুলনায় অনেক বেশী। তাই এগুলো গরমও হয় তাড়াতাড়ি। আপনার কেসিং- এর ভেন্টিলেশন ব্যবস্থা ঠিকমত কাজ করছে কিনা তা খেয়াল করুন।

এছাড়াও হার্ডডিস্কের উপরে কুলিং ফ্যানের ব্যবস্থা করতে পারেন। তবে এই কাজের জন্য কেসিংয়ে সাধারণত কোন ব্যবস্থা থাকে না। এছাড়া হার্ডডিস্কের কাছাকাছি কম্পোনেন্টগুলো যাতে অতিরিক্ত গরম না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আপনার হার্ডডিক্সটি অন্য হার্ডডিস্কের তুলনায় বেশী কাঁপে ঃ- কিছু হার্ডডিস্কে ভাইব্রেশন অন্যান্য গুলোর তুলনায় অনেক বেশী। যদি কোনো হার্ডডিস্কের ভাইব্রেশন ক্রমাগত বাড়তেই থাকে তবে তাতে কোনো সমস্যা আছে ধরে নিতে হবে।

এ রকম হলে হার্ডওয়্যার টেকনিশিয়ানের সাথে আলাপ করুন। আপনার হার্ডডিক্সটি ক্রাশ করেছে ঃ- একটি হার্ডডিস্ক অনেক কারণেই নষ্ট হতে পারে। হার্ডডিস্কের বিভিন্ন অংশের সমস্যা মিলিতভাবে বা এককভাবে হার্ডডিস্ক ফেইলের জন্য দায়ী হতে পারে। সবচেয়ে যে সমস্যাটির জন্য হার্ডডিস্ক নষ্ট তা হচ্ছে হেড ক্রাশ। তবে এ্ সমস্যা খুব কমই দেখা যায়।

যেসব সমস্যা আপনার হার্ডডিস্ক নষ্ট করে সেগুলোর কিছু পরিচয় দেয়া হলো ঃ- মেকানিক্যাল ফেইল ঃ- হার্ডডিস্কের মেকানিজম জনিত সমস্যা এর জন্য দায়ী। সমস্যাটি মূলত হার্ডডিস্কের স্পিন্যল মোটর বিয়ারিং সম্পর্কিত এর ফলশ্র“তিতে আপানি পেতে পারেন জ্বলে যাওয়া মোটর। আটকে যাওয়া বিয়ারিং। বিশ্রী শব্দ ভাইব্রেশন বা ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি। লজিক বোর্ড বা ফার্মওয়্যার ফেইলর ঃ- এটি হচ্ছে হার্ডডিস্কের লজিক বোর্ড, এর চিপ এবং সফ্টওয়্যার এটি নিয়ন্ত্রণ করে তাদের ক্রুটি।

এখন বুঝবেন কিভাবে যে হার্ডডিস্কের অন্তিমকাল এসেছে যাতে আপনি ডাটা ব্যাকআপ করে ফেলতে পারেন। নিচের লক্ষণগুলো আপনাকে সাহায্য করতে পারে। এরর ঃ- আপনার হার্ডড্রাইভ যদি রিড এরর অথবা “সেক্টর নট ফাইন্ড” এ ধরণের এরর দেখায় তাহলে ঝামেলা কিছু অবশ্যই ঘটেছে। এছাড়াও রেজিষ্ট্রি যদি বারবার করাপ্ট হয় তবে হার্ডডিস্কের সমস্যা থাকার বিরাট সম্ভবনা আছে। পরিবর্তিত আচরণ ঃ- আপনি কিছু করেনটি অথচ হার্ডডিক্সটি হঠাৎ ভূতড়ে আচরণ শুরু করেছে (যেমন- অতিরিক্ত শব্দ, নতুন শব্দ।

অতিরিক্ত ভাইব্রেশন ইত্যাদি) সমস্যার বিপুল সম্ভাবনা। মাদারবোর্ডের টুকিটাকি সমস্যার টুকিটাকি সমাধাপন পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।