আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ পরবর্তী : না, ঠিক কৌতুক নয়



ঈদের জামাত শেষ করে একটা কফি নেবার জন্য স্টারবাক্স কফিশপে দাঁড়িয়েছি । বেশ লম্বা লাইন । অধিকাংশই ঈদের নামাজ শেষ করে আসা মুসল্লি । যারা কাউন্টারে সার্ভ করছেন , তারাও বাঙালী । আমার সামনেই দাঁড়ানো ষাটোর্ধ একজন।

ক্লিনশেভড। খাঁটি সিলেটি ভাষায় কাউন্টারের সুদর্শনা মহিলাকে বললেন , '' ভাই রে একটা মিডিয়ামকফি দিলাউকা ''। আমি ভ্রূ কুঁচকে তাকাবার আগেই দেখি , মৃদু হাসির রোল পড়ে গেছে কাউন্টারের ভেতরে। বুকে ''ম্যানেজার '' ট্যাগ লাগানো যে তরুণ , তিনি এগিয়ে আসতেই কাউন্টারের ঐ মহিলা বললেন, '' চাচাভাইসাবরে একটা মিডিয়াম কফি দিলাউকা, রুমেল ভাই !'' আমি মুখ টিপে না হেসে পারলাম না। যিনি নিজেকে 'ভাই' বানাতে চেয়েছিলেন , আঠারোউর্ধ্ব সুদর্শনার কাছে তিনি হয়ে গেলেন - 'চাচাভাইসাব'।

হায়রে বয়স লুকাবার প্রচেষ্টা ! পেছেনে চেয়ে দেখি মুখ টিপে হাসছেন , লাইনে দাঁড়ানো আরো কয়েকজন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।