আমাদের কথা খুঁজে নিন

   

শোলাকিয়ার দেশের বৃহওম ঈদের জামাত বনাম বাস্তবতা

হ য ব র ল কথামালা

ইদানিং প্রতিবছর ঈদ আসলেই দেখা যায় বিভিন্ন পেপার আর টিভিতে মহাসমারোহে শোলাকিয়ার দেশের বৃহওম ঈদের জামাত আর সেখানকার বিশাল লোকসমাগমের খবর । চ্যানেল আই এটাকে মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে । গত কয়েক বছর যাবত দেখছি তারা লাইভ ব্রডকাষ্ট করছে । এখনও প্রতি সংবাদে তারা লাইভ ব্রডকাষ্ট করার কথা ঘোষনা দিয়ে যাচ্ছে বিরামহীনভাবে । দেশের দূর দূরান্তের বিভিন্ন এলাকা থেকে নাকি লোকজন এখানে নামাজ পড়তে আসে ।

গতবছর অফিসিয়াল কাজে শোলাকিয়া যেতে হয়েছিল । ঈদের জামাতে মোবাইল বিটিএস বসবে তাই সেটার সার্ভে করতে । ঢাকা থেকে যেতে ৩ ঘন্টার মত লাগল । প্রথমে মনে করেছিলাম এতবড় জায়গা বোধহয় গ্রাম এলাকায় হবে । মনে মনে এজতেমার ময়দান টাইপ একটা মাঠ দেখব বলে আইডিয়া করেছিলাম ।

কিশোরগন্জ শহরে পৌছে জানা গেল কাছেই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান । কিছুটা খটকা লাগল,কিছুতেই হিসাব মেলাতে পারলাম না যে এত বড় ময়দান কিভাবে শহরের মাঝখানে হল । লোকজনের সাহায্য নিয়ে আর জিপিএস রিডিং এর সাহায্যে যখন পৌছালাম তখন দেখলাম আমার সামনে মাঝারি সাইজের একটা মাঠ । আসলে কিশোরগন্জ শহরের প্রানকেন্দ্রেই এই ময়দান । স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে বুঝলাম এটাই ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ।

আমার তো পুরা থ অবস্থা । তাহলে টিভিতে যে এতদিন দেখলাম বিশাল প্রান্তর আর লাখখানেক লোক সেটা কোথায় গেল । কোথায় গেল বাংলাদেশের সেই বৃহত্তম ঈদ জামাতের মাঠ ? বুঝলাম সবই মিডিয়ার কারসাজি । বাংলাদেশের ক্যামেরাম্যানরা যে অনেকদুর এগিয়ে গেছে হাতেনাতে তার প্রমান পেলাম । আসলে শোলাকিয়া ময়দান ঢাকার আমাদের যে জাতীয় ঈদগাহ আছে তার দেড়গুন এর মত হবে ।

স্থানীয় লোকজন জানাল রোজার ঈদে মাঠ ছাপিয়ে যায় আর কুরবানীর ঈদে নাকি অর্ধেক মাঠই নাকি খালি থাকে । অথচ মিডিয়াতে প্র্রতি ঈদে এই নিয়ে কত রকম ফালাফালি আর খবর প্রচারের প্রতিযোগিতা । বুঝলাম তিলকে তাল বানিয়ে মিডিয়াগুলো এভাবেই আমাদের বোকা বানিয়ে যাচ্ছে । (রিপোষ্ট)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।