আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদে যাচ্ছে চীন

গবেষণার পরবর্তী পদক্ষেপে মহাশূন্যে স্পেস স্টেশন নির্মাণের কথা জানিয়েছে চীন। চাঁদের চারপাশের অবস্থা সম্পর্কে বিভিন্নধরনের তথ্য সংগ্রহ করতে ২০০৭ সালে চাঁদে প্রদক্ষিণ যান (অরবিটর) পাঠায় চীন, যেটি বিজ্ঞানীদের চাঁদের বিভিন্ন অবস্থা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
তিন স্তরে চাঁদে মিশন চালাবে চীন। যার প্রথম ধাপের সব প্রস্তুতি নিয়েছে চীনের বিজ্ঞানীরা। ২০১৭ সাল নাগাদ চাঁদের মাটি এবং শিলার নমুনাও আনা হবে।
চীনের বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ চীনের মহাশূন্যযান চাঁদের বুকে অবতরণ করবে। তবে ২০২০ সালের পর চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের।
ইতোমধ্যে চীনের জ্যোতির্বিজ্ঞানীরা জুন মাসে কক্ষপথে ১৫ দিন সময় কাটানোর পর স্পেস স্টেশন নির্মাণের জন্য রাজধানী বেইজিংয়ে একটি পরীক্ষাগার নির্মাণ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।