আমাদের কথা খুঁজে নিন

   

যোগ হল ‘রিপোর্ট টুইট’ বাটন

অবমাননাকর টুইটের জন্য তাৎক্ষণিক অভিযোগ জানাতে ‘রিপোর্ট টুইট’ নামে নতুন বাটন যুক্ত করেছে টুইটার। বাটনটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম এবং টুইটার ডটকমে সরাসরি অভিযোগ জানাতে পারবে ভুক্তভোগীরা।
সম্প্রতি টুইটারে নারীবাদী আন্দোলনে জড়িত কয়েকজন নেত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ধরনের ঘটনায় পদক্ষেপ নেয় টুইটার। যেসব টুইটার ব্যবহারকারী এ ধরনের বার্তা টুইট করে তাদের পর্যবেক্ষণ করছে টুইটার কর্তৃপক্ষ।

এ অভিযোগে তিনজনকে আটক করেছে স্কটল্যান্ড ইয়ার্ডস ই-ক্রাইম ইউনিট। একই ইউনিট এ ধরনের অভিযোগে আরও আটজনকে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ আন্দোলনে অগ্রণী ভ‚মিকা রাখেন চেঞ্জ ডটঅর্গ-এর কিম গ্রাহাম। তিনি টুইটারের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের পদক্ষেপ গ্রহণে অনলাইনে দীর্ঘদিন ধরে চলমান অন্যকে হয়রানি করার প্রবণতা কমে আসবে। ”
অবমাননাকর বার্তার জন্য যুক্তরাজ্য টুইটারের জেনারেল ম্যানেজার টনি ওয়াং আক্রান্ত নারীদের কাছে ক্ষমা চেয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।